Saif Ali Khan: সইফের উপর হামলা, আটক আরও এক যুবক, জ্ঞানেশ্বরী এক্সপ্রেস চড়ে কোথায় পালাচ্ছিল সন্দেহভাজন?

Akash Misra |

Jan 18, 2025 | 8:12 PM

Saif Ali Khan: সইফের উপর হামলা হওয়ার পরই দেশের সমস্ত রেল স্টেশনকে সতর্ক করে দিয়েছিল মুম্বই পুলিশ। এমনকী, রেল পুলিশের কাছে পাঠানোও হয়েছিল সন্দেহভাজনের ছবি।

Saif Ali Khan: সইফের উপর হামলা, আটক আরও এক যুবক, জ্ঞানেশ্বরী এক্সপ্রেস চড়ে কোথায় পালাচ্ছিল সন্দেহভাজন?

Follow Us

সইফের উপর এমন হামলা হবে, তা এখনও যেন বিশ্বাস করতে পারছে না গোটা বলিউড। এখনও আতঙ্কে ভুগছেন করিনা কাপুর খানসহ, ছোটে নবাবের পরিবার। শনিবার সকালে মধ্যপ্রদেশ পুলিশের সাহায্যে এক যুবককে আটক করেছে মুম্বই পুলিশ। তবে এবার খবর অনুযায়ী, জ্ঞানেশ্বরী এক্সপ্রেস থেকে আটক করা হল আরও এক সন্দেহভাজনকে। পুলিশের ধারনা এই যুবকও সইফের হামলার ঘটনার সঙ্গে যুক্ত থাকতে পারে।

সইফের উপর হামলা হওয়ার পরই দেশের সমস্ত রেল স্টেশনকে সতর্ক করে দিয়েছিল মুম্বই পুলিশ। এমনকী, রেল পুলিশের কাছে পাঠানোও হয়েছিল সন্দেহভাজনের ছবি। জানা গিয়েছে, সেই সূত্র ধরেই আকাশ নামের এক ব্যক্তিকে ছত্তীশগড়ের দুর্গ জেলা থেকে আটক করেছে রেল পুলিশ। জ্ঞানেশ্বরী এক্সপ্রেসে ওঠার সময়ই পুলিশের জালে পড়েন এই সন্দেহভাজন। চলছে জিজ্ঞাসাবাদ। কোথা থেকে এসেছিল সেই ব্যক্তি এবং কোথায় যাচ্ছিল, তা নিয়েও চলছে জিজ্ঞাসাবাদ।

এর আগেই জানা গিয়েছিল ৩০ জনের তদন্তকারী আধিকারিকদের দল গোটা দেশে ছড়িয়ে পড়েছে আততায়ীর তল্লাশিতে। সেই জালে আগেই বান্দ্রা স্টেশন থেকে আটক হয়েছে এক যুবক। আর এবার ছত্তীশগড় থেকে পুলিশে হাতে আরও একজন।

এই খবরটিও পড়ুন

অন্যদিকে, শনিবার পুলিশের কাছে বয়ান রেকর্ড করার সময় সেই রাতের ঘটনার বিবরণ দিয়েছেন সইফপত্নী করিনা কাপুর খান। অভিনেত্রীর কথায়, “আক্রমণকারী মারাত্মক হিংস্র। নৃশংস ভাবে ঝাঁপিয়ে পড়েছিল সইফের উপরে! এলোপাথারি কোপাচ্ছিল।”

করিনা আরও জানিয়েছেন, করিনা জানিয়েছেন, নায়কের শরীরে ছয় জায়গায় জখম হয়েছে। রক্তে ভেসে যাচ্ছিল সইফের শরীর। আমরা সবাই এখনও খুবই দুশ্চিন্তায়। এমনকী, করিনা জানান, ছোট ছেলে জেহের চোখে মুখে এখনও রয়েছে আতঙ্কের ছাপ।

 

Next Article