AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

বাংলা শিখছেন সইফ আলি খান! এবার কি টলিউডে পা রাখছেন?

সম্প্রতি এক সাক্ষাৎকারে সইফ আলি খান জানিয়েছেন, আগামী কয়েক মাস একেবারেই শুটিং থেকে দূরে থাকবেন তিনি। কেননা, আগামী তিনমাস ধরে বাড়িতে মাস্টারমশাই রেখে বাংলা শিখবেন তিনি। তাহলে কী মা ও বোন সোহার মতো বাংলা ছবিতে অভিনয় করতে চলেছেন সইফ?

বাংলা শিখছেন সইফ আলি খান! এবার কি টলিউডে পা রাখছেন?
| Updated on: Dec 19, 2025 | 4:10 PM
Share

তাঁর মা শর্মিলা বঙ্গকন্যা। ঠাকুর পরিবারের মেয়ে। তবে পতৌদি পরিবারে বাংলা সাহিত্যচর্তা যে অল্প স্বল্প হয়, তা আন্দাজ করাই যায়। কিন্তু সইফ আলি খানের কি বাংলা সাহিত্য নিয়ে কোনও আগ্রহ রয়েছে? হ্য়াঁ, আগামী তিনমাস বাংলা ভাষার প্রতিই নিজের মনযোগকে এক করতে চলেছেন বলিউডের নবাব।

ব্যাপারটা একটু খোলসা করে বলা যাক। সম্প্রতি এক সাক্ষাৎকারে সইফ আলি খান জানিয়েছেন, আগামী কয়েক মাস একেবারেই শুটিং থেকে দূরে থাকবেন তিনি। কেননা, আগামী তিনমাস ধরে বাড়িতে মাস্টারমশাই রেখে বাংলা শিখবেন তিনি। তাহলে কী মা ও বোন সোহার মতো বাংলা ছবিতে অভিনয় করতে চলেছেন সইফ?

সূত্র বলছে, সইফ কোনও এক বাঙালি ব্যক্তিত্বের জীবনচিত্রে অভিনয় করবেন সইফ আলি খান। আর সেই জন্যই বাংলা শেখার প্ল্যান। তবে কোন চরিত্রে অভিনয় করবেন, কার জীবনচিত্র, তা অবশ্য স্পষ্ট করেননি সইফ।

চলতি বছরের শুরুতে সইফের জীবনে ঘটে যায় অঘটন। ছুরির আঘাতে মারাত্মক আহত হন তিনি। সেই দিন কাটিয়ে আসলেও, সইফকে তাড়া করে বেড়াচ্ছে সেই ঘটনার ট্রমা। সম্প্রতি সেই ট্রমার কথা টুইঙ্কল খান্না ও কাজলের টকশোয়ে এসেও বলেছিলেন সইফ।  সইফের কথায়, আজও রাত হলে সেদিনের ঘটনাটা স্পষ্ট হয়ে ওঠে চোখের সামনে। আতঙ্ক হয়, যদি সেদিন দেরিতে ঘুম ভাঙত, তাহলে জেহকে বাঁচাতে পারতাম না। তবে ওসব ভুলে সইফের মন এখন বাংলা শেখায়। জানা গিয়েছে, মা শর্মিলাও এই ব্যাপারে সইফকে সাহায্যে করছেন।