বাড়ি ফিরেছেন সইফ আলি খান। মঙ্গলবার বিকালে হাসি মুখে হাসপাতাল থেকে ছাড়া পান নায়ক। বুধবারের ভয়ঙ্কর ঘটনার পর খান পরিবারের নিরাপত্তা আরও কঠোর হয়েছে। ইতিমধ্য়েই একটি ছবি দেখা গিয়েছে। যে ভিডিয়োয় দেখা যাচ্ছে, পরনে সাদা শার্ট আর ব্লু জিনস। হাতে ব্যান্ডেজ স্পষ্ট। হাসি মুখে নায়ককে দেখে খুশি তাঁর অনুরাগীরা। তাঁর নিরাপত্তা বলয় আরও বাড়ানো হয়েছে। আগামী দিনে যাতে এ ধরনের কোনও সমস্যা না দেখা যায় তাই নায়কের নিরাপত্তার দায়িত্বে এবার অভিনেতা রণিত রায়।
তাঁকে বহু সিনেমা, সিরিয়ালে দেখেছেন দর্শক। অভিনেতার একটি সিকিউরিটি এজেন্সি রয়েছে। মঙ্গলবার রণিত সাংবাদিকদের জানান,সইফের এই ভয়াবহ দিনে পাশে রয়েছেন রণিত। এক সংবাদমাধ্য়মকে বিবৃতি দিতে গিয়ে সইফের নিরাপত্তা প্রসঙ্গে কোনও মন্তব্য করতে চাননি অভিনেতা। সইফ যে দিন বাড়ি ফেরেন সে দিন তাঁর সঙ্গে দেখা করতেও বান্দ্রার বাড়িতে হাজির হয়েছিলেন রণিত।
সইফের উপর এই হামলা হওয়ার পর তারকাদের নিরাপত্তা নিয়ে বিপুর প্রশ্ন তৈরি হয়েছে। নায়কের বারান্দায় বিশেষ গ্রিল তোলা হয়েছে। এই হামলার ঘটনার পর থেকে দিদি করিশ্মার বাড়িতে দুই ছেলেকে নিয়ে ছিলেন করিনা। রীতমতো রাতের ঘুমও উড়েছিল। তবে নায়ক বাড়ি ফের পর স্বস্তির নিঃশ্বাস সকলের মনে। সে দিন রাতে যে অটোচালক নায়ককে হাসপাতালে নিয়ে যান তাঁরও বিপুল প্রশংসা করেছেন তাঁরা। এমনকি সেই চালককে ধন্যবাদ জানিয়ে তাঁর হাতে দিয়েছেন বেশ কিছু টাকা। সইফের মা শর্মিলা ঠাকুরও তাঁকে প্রাণ ভরে আশীর্বাদ করেছেন।