অল্প সুস্থ হতেই বাড়ির বাইরে সইফ! করিনাকে নিয়ে গেলেন কোথায়?

আকাশ মিশ্র |

Jan 26, 2025 | 3:51 PM

১৫ জানুয়ারি রাতটা এখনও চোখের সামনে স্পষ্ট সইফ ও তাঁর পরিবারের। নিরাপত্তার বলয় ভেঙে মাঝরাতে বাড়ির ভিতর যেভাবে হামলা চালিয়েছিল আততায়ী, তা অবাক করেছে গোটা বলিউডকে।

অল্প সুস্থ হতেই বাড়ির বাইরে সইফ! করিনাকে নিয়ে গেলেন কোথায়?

Follow Us

চিকিৎসকরা বলেছিলেন বিশ্রামে থাকতে। কিন্তু ছোটে নবাব বলে কথা। কী করে আর চুপচাপ শুয়ে থাকতে পারেন। আর তাই তো অল্প সুস্থ হতেই বাড়ির বাইরে পা দিলেন সইফ আলি খান। স্ত্রী করিনা কাপুর খানকে সঙ্গে নিয়েই বাড়ি থেকে বেরিয়ে পড়লেন সইফ। পাপারাজ্জিদের ক্যামেরায় সেই ছবি-ভিডিওই এখন ভাইরাল। করিনাকে সঙ্গে নিয়ে কোথায় গেলেন সইফ?

১৫ জানুয়ারি রাতটা এখনও চোখের সামনে স্পষ্ট সইফ ও তাঁর পরিবারের। নিরাপত্তার বলয় ভেঙে মাঝরাতে বাড়ির ভিতর যেভাবে হামলা চালিয়েছিল আততায়ী, তা অবাক করেছে গোটা বলিউডকে। প্রায় ৫ দিন ধরে হাসপাতালে চিকিৎসা চলেছে সইফের। এমনকী, বাড়িতে ফেরার পরও চিকিৎসকরা নানা বাধা নিষেধ দিয়েছিল সইফকে। প্রথম দিকে সবটা মানছিলেন। তবে এবার অল্প সুস্থ হতেই বাড়ির বাইরে পা রাখলেন তিনি।

এই খবরটিও পড়ুন

জানা গিয়েছে, করিনা কাপুরকে সঙ্গে নিয়ে রুটিন চেকআপে গিয়েছিলেন সইফ। আবার মনে করা হচ্ছে, মা শর্মিলা ঠাকুরের সঙ্গে নাকি দেখা করতে গিয়েছিলেন সইফ। যে ভিডিওটি ভাইরাল হয়েছে, তাতে দেখা গিয়েছে সইফ ও করিনার গাড়ির পিছনে ছিল নিরাপত্তারক্ষীদের গাড়ি। বোঝাই যাচ্ছে, হামলার পর সইফের নিরাপত্তা আরও বাড়ানো হয়েছে।

১৫ জানুয়ারি, বুধবার মধ্যরাতে নিজের বাড়িতেই আক্রান্ত হন সইফ আলি খান। তাঁর উপর আক্রমণ করেন এক অজ্ঞাত পরিচয় ব্যক্তি। ছুরি দিয়ে বলিউড তারকার উপর আঘাত করেন সেই ব্যক্তি। লীলাবতী হাসপাতালে ভর্তি করা হয় সইফ আলি খানকে। ৫ ঘণ্টা ধরে অস্ত্রোপচার চলে। চিকিৎসকরা জানিয়েছেন, দ্রুত সুস্থ হয়ে উঠছেন সইফ। আইসিইউ থেকে জেনারেল বেডে স্থানান্তরিত করা হয়েছে তাঁকে। ধীরে ধীরে ক্ষতস্থান শুকোচ্ছে।

শনিবার পুলিশের কাছে বয়ান রেকর্ড করার সময় সেই রাতের ঘটনার বিবরণ দিয়েছেন সইফপত্নী করিনা কাপুর খান। অভিনেত্রী বলেন, “আক্রমণকারী মারাত্মক হিংস্র। নৃশংসভাবে ঝাঁপিয়ে পড়েছিল সইফের উপরে। এলোপাথাড়ি কোপাচ্ছিল।” করিনা আরও জানিয়েছেন, তাঁরা সবাই এখনও খুবই দুশ্চিন্তায়। ছোট ছেলে জেহের চোখে মুখে এখনও আতঙ্কের ছাপ রয়েছে।

Next Article