স্বৈরিতি বন্দ্যোপাধ্যায়, ছোট পর্দার পরিচিত নাম। গত বছর জানুয়ারির পর একটা লম্বা ব্রেক নিয়েছিলেন তিনি। কোলে এসেছিল কন্যাসন্তান। প্রায় দেড় বছর পর আবারও ছোট পর্দায় কামব্যাক করলেন তিনি। লীনা গঙ্গোপাধ্যায় প্রযোজিত ‘দেশের মাটি’ ধারাবাহিকে এক গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যেতে চলেছে তাঁকে। সূত্র বলছে, ইতিমধ্যেই শুটিং শুরু হয়ে গিয়েছে। আগামী দিন কয়েকের মধ্যেই আবারও দর্শকের ড্রয়িংরুমে হাজির হবেন তিনি।
জানা যাচ্ছে, স্বৈরিতির চরিত্রটি বিলেত ফেরত এক মেয়ের। যিনি বিদেশ থেকে পড়াশোনা করে দেশে ফিরে আসছেন। তাঁর বাবার ভূমিকায় দেখা যাবে শঙ্কর চক্রবর্তীকে।
আরও পড়ুন- সেনাবাহিনীর স্কোয়াড্রন লিডার অজয়, স্বাধীনতা দিবসে শুরু হবে যুদ্ধ
গত বছর ২৮ জুন মা হল অভিনেত্রী। তাঁর কেরিয়ার শুরু মডেলিং দিয়েই। সেখান থেকেই ব্রেক মেলে ছোট পর্দাতেও। ‘ঠিক যেন লাভ স্টোরি’, ‘নাগলীলা’ ইত্যাদি নানা ধারাবাহিকে দেখা গিয়েছে তাঁকে। তবে তাঁকে সর্বশেষ দেখা যায় ‘নিশির ডাক’ ধারাবাহিকে। এখানে জানিয়ে রাখা ভাল ইন্ডাস্ট্রিতে স্বৈরিতির সবচেয়ে ভাল বন্ধু কে জানেন? গুনগুন অর্থাৎ তৃণা সাহা। নীলের সঙ্গেও তাঁর সম্পর্ক বেশ ভাল। ফাঁক পেলেই জমিয়ে আড্ডা দিতেও দেখা যায় তাঁদের।