AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

সলমনের ছবি থেকে কেন বাদ পড়েন অরিজিৎ সিং? অবশেষে মুখ খুললেন ভাইজান

একটা মস্করা, দুজনের মধ্যে তৈরি করেছিল বড় মাপের কঠিন দেওয়াল। যা কিনা বাড়িয়ে ছিল দূরত্ব। এমনকী, শোনা যায় এই বিবাদের কারণে, সলমনের একের পর এক ছবি থেকে বাদ পড়েন অরিজিৎ সিং। বিবাদ এতটাই চরমে গিয়েছিল যে, সলমন নাকি অরিজিতের কেরিয়ার ধ্বংস করতে চেয়েছিলেন।

সলমনের ছবি থেকে কেন বাদ পড়েন অরিজিৎ সিং? অবশেষে মুখ খুললেন ভাইজান
| Updated on: Oct 13, 2025 | 1:37 PM
Share

কথায় আছে, মুখের কথা বন্দুকের গুলির মতো, একবার বেরিয়ে গেলে আর কিছুই করার নেই। অরিজিৎ সিং ও সলমনের সঙ্গে ঠিক এমনটাই ঘটেছিল। একটা মস্করা, দুজনের মধ্যে তৈরি করেছিল বড় মাপের কঠিন দেওয়াল। যা কিনা বাড়িয়ে ছিল দূরত্ব। এমনকী, শোনা যায় এই বিবাদের কারণে, সলমনের একের পর এক ছবি থেকে বাদ পড়েন অরিজিৎ সিং। বিবাদ এতটাই চরমে গিয়েছিল যে, সলমন নাকি অরিজিতের কেরিয়ার ধ্বংস করতে চেয়েছিলেন।

সলমনের সঙ্গে গোটা কাণ্ড নিয়ে বহু আগেই সোশাল মিডিয়ায় ক্ষমা চেয়েছিলেন অরিজিৎ। কিন্তু এতদিন এই বিষয় নিয়ে মুখ খুলতে দেখা যায়নি সলমনকে। সম্প্রতি বিগ বসে এই নিয়ে প্রথমবার মুখ খুললেন সলমন।

ঠিক কী ঘটেছিল?

২০১৪ সালে এক পুরস্কার প্রদান অনুষ্ঠানের সঞ্চালনা করছিলেন সলমন খান। আর সেখানেই পুরস্কার নিতে মঞ্চে অরিজিৎকে ডেকেছিলেন ভাইজান। অরিজিৎ মঞ্চে উঠতে দেরি করেন। আর তখনই সলমন বলেন, তুমি কি ঘুমিয়ে পড়েছিলে? উত্তরে অরিজিৎ বলেছিলেন, হ্য়াঁ, আপনার সঞ্চালনাই তো ঘুম পাড়িয়ে দিয়েছে! শোনা যায়, অরিজিতের এমন মন্তব্য মোটেই পছন্দ করেননি সলমন। আর তারপর থেকেই দেখা যায়, সলমনের নানা ছবি থেকে বাদ পড়ছেন অরিজিৎ। বাদ পড়েছিলেন সুলতান, বজরঙ্গী ভাইজান থেকে।

এবার কী বললেন সলমন?

বিগ বসে সলমন বলেন, ”অরিজিৎ আর আমি খুব ভাল বন্ধু। আমাদের মধ্যে একটা ভুল বোঝাবুঝি হয়েছিল। সেটা একেবারেই আমার দোষ ছিল। এখন সব ঠিক আছে। অরিজিৎ টাইগার থ্রিতে গান গেয়েছে। গলওয়ান ছবিতেও গান গাইছে। এখন একেবারে সব ঠিকঠাক।”