সিক্স প্যাক নয়, বলিষ্ঠ বাহু, দীর্ঘ কাঁধ আর প্রশস্থ ছাতিও নয়, রোগা গড়নের ছেলেটির তখন বয়স মেরেকেটে ১৬। সাল ১৯৮৩। এক সফট ড্রিঙ্কস কোম্পানির তরফে অ্যাড শুটের অফার এল তাঁর কাছে। স্ক্রিন প্রেজেন্স সামান্যই। মুখে কোনও ডায়লগ নেই। তাঁর সহ অভিনেতারা তখন তুলনামূলক ভাবে অনেকটাই প্রতিষ্ঠিত। তাই স্বাভাবিক নিয়মেই তাঁদের স্ক্রিন প্রেজেন্সের সময় খানিক বেশিই।
কথা হচ্ছে বলিউডের ভাইজানের। আজ তাঁর জন্মদিন। গোটা দুনিয়া আজ মেতেছে ভাইজানের বার্থডে পালনে। কিন্তু আজ থেকে ৩৭ বছর আগে চিত্রটা মোটেও এ রকম ছিল না। ফিল্মি পরিবারের অংশ হয়েও সহজেই বলিউডে ব্রেক মেলেনি তাঁর। দিতে হয়েছিল অডিশন। ওই কমার্শিয়াল শুটে সলমন স্ক্রিন শেয়ার করেছিলেন অভিনেতা জ্যাকি শ্রফের স্ত্রী এবং টাইগার শ্রফের মা আয়েষা শ্রফের সঙ্গে। আয়েষাও কি তখন ঠাওর করতে পেরেছিলেন সেদিনের সেই ছাপোষা ছেলেটি ‘নাম’ হয়ে থাকবে ইন্ডাস্ট্রির ইতিহাসে?
বিয়ের পরে আয়েষা অভিনয় ছেড়ে দিয়েছিলেন। অন্যদিকে ভাইজান একের পর এক কোটি টাকার হিটে বক্সঅফিস কাঁপিয়েই গিয়েছেন। আজ ৫৫ তে পড়লেন তিনি। সোশ্যাল মিডিয়ায় আজ ভাসছে তাঁর জন্মদিনের বার্তায়। অনুরাগীরা আজ আবেগঘন। টুইটারে ট্রেন্ড করছে #হ্যাপিবার্থডে সলমন। যদিও গতকাল অর্থাৎ শনিবার নিজের বাড়ির সামনে নোটিস টাঙিয়ে সলমন তাঁর ভক্তদের ভিড় জমাতে বারণ করেছেন। তবু উৎসাহে ভাঁটা পড়েনি। নাই বা দেখা হল কাছ থেকে। সোশ্যাল মিডিয়া তো রয়েছে। তাতেই পুশিয়ে নিচ্ছেন ভাইজানের অগণিত ভক্তকুল।
সিক্স প্যাক নয়, বলিষ্ঠ বাহু, দীর্ঘ কাঁধ আর প্রশস্থ ছাতিও নয়, রোগা গড়নের ছেলেটির তখন বয়স মেরেকেটে ১৬। সাল ১৯৮৩। এক সফট ড্রিঙ্কস কোম্পানির তরফে অ্যাড শুটের অফার এল তাঁর কাছে। স্ক্রিন প্রেজেন্স সামান্যই। মুখে কোনও ডায়লগ নেই। তাঁর সহ অভিনেতারা তখন তুলনামূলক ভাবে অনেকটাই প্রতিষ্ঠিত। তাই স্বাভাবিক নিয়মেই তাঁদের স্ক্রিন প্রেজেন্সের সময় খানিক বেশিই।
কথা হচ্ছে বলিউডের ভাইজানের। আজ তাঁর জন্মদিন। গোটা দুনিয়া আজ মেতেছে ভাইজানের বার্থডে পালনে। কিন্তু আজ থেকে ৩৭ বছর আগে চিত্রটা মোটেও এ রকম ছিল না। ফিল্মি পরিবারের অংশ হয়েও সহজেই বলিউডে ব্রেক মেলেনি তাঁর। দিতে হয়েছিল অডিশন। ওই কমার্শিয়াল শুটে সলমন স্ক্রিন শেয়ার করেছিলেন অভিনেতা জ্যাকি শ্রফের স্ত্রী এবং টাইগার শ্রফের মা আয়েষা শ্রফের সঙ্গে। আয়েষাও কি তখন ঠাওর করতে পেরেছিলেন সেদিনের সেই ছাপোষা ছেলেটি ‘নাম’ হয়ে থাকবে ইন্ডাস্ট্রির ইতিহাসে?
বিয়ের পরে আয়েষা অভিনয় ছেড়ে দিয়েছিলেন। অন্যদিকে ভাইজান একের পর এক কোটি টাকার হিটে বক্সঅফিস কাঁপিয়েই গিয়েছেন। আজ ৫৫ তে পড়লেন তিনি। সোশ্যাল মিডিয়ায় আজ ভাসছে তাঁর জন্মদিনের বার্তায়। অনুরাগীরা আজ আবেগঘন। টুইটারে ট্রেন্ড করছে #হ্যাপিবার্থডে সলমন। যদিও গতকাল অর্থাৎ শনিবার নিজের বাড়ির সামনে নোটিস টাঙিয়ে সলমন তাঁর ভক্তদের ভিড় জমাতে বারণ করেছেন। তবু উৎসাহে ভাঁটা পড়েনি। নাই বা দেখা হল কাছ থেকে। সোশ্যাল মিডিয়া তো রয়েছে। তাতেই পুশিয়ে নিচ্ছেন ভাইজানের অগণিত ভক্তকুল।