ঐশ্বর্য ছাড়তেই স্নেহার হাত ধরেছিলেন সলমন! এখন কোথায় ভাইজানের সেই ‘নকল’ রাই?
সলমন খান তাঁর নতুন ছবি লাকি, নো টাইম ফর লাভের জন্য নতুন মুখ খুঁজছেন। ঠিক সেই সময়ই সলমনের চোখ গিয়ে আটকে গেল স্নেহার দিকে। ওমা, এ দেখি একেবারেই ঐশ্বর্যর মতো দেখতে।

সলমন-ঐশ্বর্য প্রেম বলিউডের চর্চায় সব সময়। সলমনের প্রেমিকাদের তালিকা তৈরি হলে, ঐশ্বর্যর নাম থাকবে সবচেয়ে ওপরে। কেননা, ঐশ্বর্যর প্রেমে এতটাই কাবু হয়েছিলেন সলমন, যে সম্পর্ক ভাঙনের পর বিয়ে থেকেই নিজেকে সরিয়ে নিয়েছেন। তবুও ঐশ্বর্যকে কিন্তু ভুলে যাননি সলমন। আর সেই কারণেই দুধের স্বাদ ঘোলে মেটাতে স্নেহা উলালের এন্ট্রি।
এ গল্প বেশ পুরনো হলেও, এখনও বেশ মুখরোচক। সলমন খান তাঁর নতুন ছবি লাকি, নো টাইম ফর লাভের জন্য নতুন মুখ খুঁজছেন। ঠিক সেই সময়ই সলমনের চোখ গিয়ে আটকে গেল স্নেহার দিকে। ওমা, এ দেখি একেবারেই ঐশ্বর্যর মতো দেখতে। এমনকী, চোখের রংও রাই সুন্দরীর মতোই। ব্যস, এই মেয়েকেই সিনেমায় চাই। আর বলিপাড়ায় স্নেহার নাম হল নকল রাই। অন্তত, নিন্দুকরা তো তাই বলতেন।
লাকি ছবির ট্রেলার প্রকাশ্যে এল। ট্রেলারেই সলমন বুঝিয়ে দিলেন ঐশ্বর্যর লুক আ লাইক এসে গিয়েছে। কিন্তু দুধের স্বাদ কি আর ঘোলে পাওয়া যায়! গেলও না তা। ছবি ফ্লপ। কাজ দিল না ঐশ্বর্যর মতো মুখ! কারণ, স্নেহা অভিনয়ে একেবারেই ঢাহা ফেল। অনেক কষ্টে দ্বিতীয় ছবি আর্য জোগার করলেন স্নেহা। এবার নায়ক সলমন নয়, বরং সলমনের ভাই সোহেল। সেই ছবিও ফ্লপ।
দুটো ফ্লপের ঠ্যালাতেই বলিউড ছাড়লেন স্নেহা। তারপর? পেশায় স্নেহা আইনজীবী। তবে তাঁর কাজ মূলত, পশুদের নিয়েই। পশুদের উপর পাশবিক অত্যাচারের বিরুদ্ধেই গর্জে ওঠা। এই পেশায় অবশ্য মোটের উপর পাস করেছেন স্নেহা। বেশ জনপ্রিয়ও বটে। তবে খবর রয়েছে, নতুন এক দক্ষিণী ছবিতে নাকি সুযোগ পেয়েছেন স্নেহা। তাহলে কী ফের সিনেপর্দায় ফেরার পালা তাঁর?
