গত ডিসেম্বরে, অভিনেতা সঞ্জয় দত্ত মুম্বইয়ের শহরতলি বান্দ্রার কাছে চার-চারটি ফ্ল্যাট উপহার দিয়েছিলেন তবে এক সপ্তাহের মধ্যে স্ত্রী মান্যতা ফিরিয়ে দিলেন সেই ‘গিফ্ট’!
‘মানিকন্ট্রোল’-এ প্রকাশিত এক খবর অনুযায়ী গিফ্ট ‘ডিড’-এ ‘সার্কল রেট’ মানে সরকারের নির্ধারিত মূল্য অনুযায়ী চার সম্পত্তির দাম ২৬.৫ কোটি টাকা। কিন্তু রিয়্যাল এস্টেট ব্রোকারের মতে বাজারের দাম ১০০ কোটিরও বেশি।
আরও পড়ুন কৃষক আন্দোলনের সমর্থনে রিহানার টুইট, প্রশংসায় গান বাঁধলেন দিলজিৎ
চারটি সম্পত্তির ঠিকানা পালি হিলের ইম্পেরিয়াল হাইটস। মুম্বইয়ের এই পালি হিলের এই ঠিকানা মূলত শহরের ধনী এবং বিখ্যাতদের বাসস্থান।
আবাসনের তৃতীয় এবং চতুর্থ তলায় রয়েছে ফ্ল্যাট। এগারো এবং দ্বাদশ তলায় রয়েছে পেন্টহাউস। এই ‘গিফ্ট’ রেজিস্ট্রেশনের দস্তাবেজের জায়িত্ব ছিল ‘জ্যাপকি ডট কম’-এর উপর। ‘জ্যাপকি’ একটি অনলাইন প্ল্যাটফর্ম যা সর্বজনীনভাবে সম্পত্তি রেজিস্ট্রেশনের ডেটা একত্রিত করে এবং সংগঠিত করে।
‘মানিকন্ট্রোল’-এর পক্ষ থেকে সঞ্জয় দত্তের প্রতিনিধির সঙ্গে যোগাযোগ করার পর কোমও সদুত্তর মেলেনি।
‘মানিকন্ট্রোল’-এর কাছে রয়েছে দুটো ‘গিফ্ট ডিড’। তার একটি করেছেন সঞ্জয় দত্ত তাঁর স্ত্রী দিলনাশিন (মান্যতা) দত্তের জন্য এবং আরেকটি যেখানে মান্যতা চারটি অ্যাপার্টমেন্ট ফিরিয়ে দিয়েছেন একষট্টি বছর বয়সী অভিনেতা-স্বামীকে।
আরও পড়ুন ‘দীপ্তি’ময় তাঁর অভিনয় জীবন, অভিনেত্রীর জন্মদিনে রইল জীবনের অজানা তথ্য: দেখুন গ্যালারি
২৩ ডিসেম্বর ২০২০, প্রথম দলিলটি কার্যকরী করা হয়। দলিলে লেখা রয়েছে সঞ্জয়ের বাবা সুনীল দত্ত এবং মা নার্গিস দত্তের নাম। এবং তার ঠিক সাতদিন পর অর্থাৎ ২৯ ডিসেম্বর, ২০২০তে দ্বিতীয় দলিলটি তৈরি হয়। সেই দলিলে লেখা মান্যতা গিফ্ট ফিরিয়ে দিচ্ছেন সঞ্জয়কে। গ্রাউন্ড এবং লোয়ার গ্রাউন্ড ফ্লোর মিলিয়ে ২টি ওপেন এবং ১৫টি স্লিট গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা রয়েছে।
৩০০০ স্কোয়ার ফুটের এই চার সম্পত্তির লেনদেন মূল্য প্রায় ৯০০০০-৯৫০০০ প্রতি কার্পেট। প্রতিটি অ্যাপার্টমেন্টের মাসিক ভাড়া ৫ থেকে ৭ লক্ষ টাকা। আবাসনটি অবস্থিত একটি পাহাড়ে এবং সেখান থেকে শহরের অপরূপ দৃ্শ্য দেখা যায়।