শুটআউট সিরিজের নতুন ছবি নিয়ে আসছেন পরিচালক সঞ্জয় গুপ্তা

রণজিৎ দে |

Mar 25, 2021 | 2:39 PM

শুটআউট সিরিজের দু’টো ছবি বক্স অফিসে সাড়া ফেলেছিল বলেই সঞ্জয় গুপ্তা নতুন করে এই সিরিজের তৃতীয় ছবি বানাবার কথা ভাবছেন।

Follow Us

শুটআউট সিরিজের দু’টো ছবিই মেগা হিট। ২০০৭ সালে রিলিজ করেছিল ‘শুটআউট অ্যাট লোখান্ডওয়ালা’। কয়েকবছর পর ২০১৩-তে মুক্তি পেয়েছিল ‘শুটআউট অ্যাট ওয়াডালা’। দু’টো ছবিই বক্স অফিসে সাড়া ফেলেছিল। পরিচালক-প্রযোজক সঞ্জয় গুপ্তা এবার শুটআউট সিরিজের নতুন ছবি নিয়ে কাজ শুরু করছেন। ১৯৯২ সালে জে জে হাসপাতালে যে ‘শুটআউট’চলেছিল, সেই ঘটনাকে কেন্দ্র করেই পরিচালক বানাচ্ছেন শুটআউট সিরিজের তৃতীয় ছবি।

ছবির সঙ্গে যুক্ত ঘনিষ্ঠ একজন জানিয়েছেন শুটআউট সিরিজের দু’টো ছবি বক্স অফিসে সাড়া ফেলেছিল বলেই সঞ্জয় গুপ্তা নতুন করে এই সিরিজের তৃতীয় ছবি বানাবার কথা ভেবেছেন। এই ধরণের ছবির নির্দিষ্ট দর্শক আছে। ১৯৯২ সালে জে জে হাসপাতালে দাউদ ইব্রাহিম এবং অরুণ গাউলির গ্যাংয়ের মধ্যে যে দাঙ্গা চলেছিল, সেই ঘটনার ওপর ভিত্তি করেই সঞ্জয় বানাচ্ছেন ‘শুটআউট ৩: গ্যাং ওয়ারস অফ বম্বে’। দাউদ ইব্রাহিমের শ্যালককে খুন করেছিল অরুণ গাউলির গ্যাংয়ের চারজন গুন্ডা। এর প্রতিশোধ নিতে জে জে হাসপাতালে অরুণ গাউলির লোকেদের ওপর হামলা চালায় দাউদ ইব্রাহিমের গ্যাংয়ের লোকজন। বোঝাই যাচ্ছে ‘শুটআউট ৩’ ভরপুর অ্যাকশনধর্মী ছবি হতে চলেছে।

ঘনিষ্ঠ সূত্র জানিয়েছেন চিত্রনাট্য লেখা প্রায় শেষ। তবে ছবির কাস্টিং নিয়ে এখনও কিছু ভাবেননি পরিচালক। এই ছবির জন্য সঞ্জয় গুপ্তা গাঁটছড়া বাঁধছেন একতা কাপুরের সঙ্গে। সব কিছু ঠিকঠাক থাকলে এই বছরের শেষে শুরু হতে পারে শুটিং।

আরও পড়ুন :প্রকাশ্যে কঙ্গনার কাছে ক্ষমা চাইলেন রাম গোপাল বর্মা, উত্তর দিলেন অভিনেত্রী

শুটআউট সিরিজের দু’টো ছবিই মেগা হিট। ২০০৭ সালে রিলিজ করেছিল ‘শুটআউট অ্যাট লোখান্ডওয়ালা’। কয়েকবছর পর ২০১৩-তে মুক্তি পেয়েছিল ‘শুটআউট অ্যাট ওয়াডালা’। দু’টো ছবিই বক্স অফিসে সাড়া ফেলেছিল। পরিচালক-প্রযোজক সঞ্জয় গুপ্তা এবার শুটআউট সিরিজের নতুন ছবি নিয়ে কাজ শুরু করছেন। ১৯৯২ সালে জে জে হাসপাতালে যে ‘শুটআউট’চলেছিল, সেই ঘটনাকে কেন্দ্র করেই পরিচালক বানাচ্ছেন শুটআউট সিরিজের তৃতীয় ছবি।

ছবির সঙ্গে যুক্ত ঘনিষ্ঠ একজন জানিয়েছেন শুটআউট সিরিজের দু’টো ছবি বক্স অফিসে সাড়া ফেলেছিল বলেই সঞ্জয় গুপ্তা নতুন করে এই সিরিজের তৃতীয় ছবি বানাবার কথা ভেবেছেন। এই ধরণের ছবির নির্দিষ্ট দর্শক আছে। ১৯৯২ সালে জে জে হাসপাতালে দাউদ ইব্রাহিম এবং অরুণ গাউলির গ্যাংয়ের মধ্যে যে দাঙ্গা চলেছিল, সেই ঘটনার ওপর ভিত্তি করেই সঞ্জয় বানাচ্ছেন ‘শুটআউট ৩: গ্যাং ওয়ারস অফ বম্বে’। দাউদ ইব্রাহিমের শ্যালককে খুন করেছিল অরুণ গাউলির গ্যাংয়ের চারজন গুন্ডা। এর প্রতিশোধ নিতে জে জে হাসপাতালে অরুণ গাউলির লোকেদের ওপর হামলা চালায় দাউদ ইব্রাহিমের গ্যাংয়ের লোকজন। বোঝাই যাচ্ছে ‘শুটআউট ৩’ ভরপুর অ্যাকশনধর্মী ছবি হতে চলেছে।

ঘনিষ্ঠ সূত্র জানিয়েছেন চিত্রনাট্য লেখা প্রায় শেষ। তবে ছবির কাস্টিং নিয়ে এখনও কিছু ভাবেননি পরিচালক। এই ছবির জন্য সঞ্জয় গুপ্তা গাঁটছড়া বাঁধছেন একতা কাপুরের সঙ্গে। সব কিছু ঠিকঠাক থাকলে এই বছরের শেষে শুরু হতে পারে শুটিং।

আরও পড়ুন :প্রকাশ্যে কঙ্গনার কাছে ক্ষমা চাইলেন রাম গোপাল বর্মা, উত্তর দিলেন অভিনেত্রী

Next Article