করোনা-মুক্ত হলেন সঞ্জয় লীলা বনসালি, খুব শীঘ্রই কাজে ফিরবেন তিনি

রণজিৎ দে | Edited By: arunava roy

Mar 23, 2021 | 2:40 PM

নিজের অফিসেই ‘কোয়ারেন্টাইন’-এ আছেন সঞ্জয় লীলা বানসালি। ঘনিষ্ঠ সূত্র জানিয়েছেন সঞ্জয়ের অফিস তাঁর বাড়ির ঠিক উল্টো দিকে। নিজের অফিসের বারান্দার দাঁড়িয়েই এখন নিজের মায়ের সঙ্গে দেখা করছেন পরিচালক।

করোনা-মুক্ত হলেন সঞ্জয় লীলা বনসালি, খুব শীঘ্রই কাজে ফিরবেন তিনি
সঞ্জয় লীলা বানসালি

Follow Us

কিছুদিন আগেই করোনা আক্রান্ত হয়েছিলেন পরিচালক সঞ্জয় লীলা বনসালি। তিনি তখন পুরোদমে তাঁর নতুন ছবি ‘গাঙ্গুবাঈ’-এর শুটিং করছিলেন। পরিচালকের কোভিড পজিটিভ হওয়ায় স্বাভাবিকভাবে শুটিং বন্ধ হয়ে যায়। আপাতত শুটিং বন্ধই আছে। আনন্দের খবর, সঞ্জয় লীলা বনসালি এখন করোনা-মুক্ত। গতকাল (২২ মার্চ) পুনরায় কোভিড টেস্ট করিয়েছিলেন পরিচালক। রিপোর্ট নেগেটিভ এসেছে। তিনি এখন সুস্থ।

সঞ্জয় লীলা বনসালির ঘনিষ্ঠ একজন জানিয়েছেন পরিচালক করোনা-মুক্ত হলেও তিনি এখনই ‘কোয়ারেন্টাইন’ থেকে বেরতে চান না। ১৪ দিনের সময়সীমাকে মান্যতা দিতে চান তিনি। ১৪ দিন শেষ হলে তবেই মূলস্রোতে ফেরার পরিকল্পনা করেছেন পরিচালক।

নিজের অফিসেই ‘কোয়ারেন্টাইন’-এ আছেন সঞ্জয় লীলা বনসালি। তাঁর মায়েরও কোভিড টেস্ট করা হয়েছিল। রিপোর্ট নেগেটিভ এসেছিল। ‘গাঙ্গুবাঈ’-এর মূল চরিত্রে অভিনয় করছেন আলিয়া ভাট। তিনিও নিজেকে ‘আইসোলেশন’-এ রেখেছিলেন কয়েকদিন। কিন্তু তাঁরও কোভিড টেস্ট নেগেটিভ এসেছে। এমনকী ‘গাঙ্গুবাঈ’-এর গোটা টিমের টেস্ট করানো হয়েছিল। আপাতত পরিচালক ‘অফিসবন্দি’। ঘনিষ্ঠ সূত্র জানিয়েছেন সঞ্জয়ের অফিস তাঁর বাড়ির ঠিক উল্টো দিকে। নিজের অফিসের বারান্দার দাঁড়িয়েই এখন নিজের মায়ের সঙ্গে দেখা করছেন পরিচালক।

ঘনিষ্ঠ সূত্র জানিয়েছেন ১৪ দিনের সময়সীমা শেষ করে আবার শুটিংয়ে ফিরবেন সঞ্জয় লীলা বনসালি। হুসেন জাইদির লেখা বই ‘মাফিয়া কুইনস অফ মুম্বই’ থেকে অনুপ্রাণিত হয়ে তিনি বানাচ্ছেন ‘গাঙ্গুবাঈ কাঠিয়াওয়াড়ি’। মূল চরিত্রে আলিয়া ভাট। নিঃসন্দেহে এই ছবি আলিয়ার কেরিয়ারে অন্য মাত্রা আনবে। ‘গাঙ্গুবাঈ’ এখনও অবধি বানানো সঞ্জয় লীলা বনসালীর সব চেয়ে বড় ছবি। সম্প্রতি ছবির টিজার মুক্তি পেয়েছে। অন্যদিকে সঞ্জয় লীলা বনসালী ওয়েব দুনিয়ায় পা রাখতে চলেছেন। ‘গাঙ্গুবাঈ’-এর পোস্ট প্রোডাকশনের পাশাপাশি তিনি ওয়েব সিরিজের প্রি-প্রোডাকশনেও মজে আছেন।

আরও পড়ুন:‘৩৪-এ পা দিয়ে বুঝতে পারছি পৃথিবীটা বড় সুন্দর’, জন্মদিনে নিজেই নিজেকে চিঠি লিখলেন কঙ্গনা রানাওয়াত

Next Article