চারু এবং আর্যর গল্প আপনি টেলিভিশনের পর্দায় প্রতিদিন দেখেন। সৌজন্যে জনপ্রিয় ধারাবাহিক ‘সাঁঝের বাতি’। দেখতে দেখতে ৫০০ পর্ব পেরিয়ে গেল এই ধারাবাহিক। আজ শনিবার ধারাবাহিকের শুটিংয়ে কেক কেটে ৫০০ পর্ব সেলিব্রেট করলেন কলাকুশলীরা।
আর্য ওরফে রিজওয়ান রব্বানি শেখ শুটিং ফ্লোর থেকে বললেন, “একটা মাইলস্টোন ছুঁয়ে ফেললাম। আরও এগোনোর ইচ্ছে রয়েছে। দেখা যাক কী হয়। শুটিংয়েই কেক কাটা হল। দর্শক প্রথম থেকেই পাশে ছিলেন। এখনও আমরা টপে আছি। ইন্টারেস্টিং হল, যে স্লটেই গিয়েছে আমাদের ধারাবাহিক, ভাল পারফর্ম করেছে। ৫০০ পর্বের পর অবশ্যই নতুন চমক আসছে। সেটা এখনই বলা যাবে না। এই সাফল্যের পিছনে রয়েছে টিম ওয়ার্ক। পজিটিভ ভাইভটা ম্যাটার করে। সেটা আমাদের টিমে রয়েছে।”
ধারাবাহিকটি চারুকে কেন্দ্র করে গড়ে উঠেছে। এক গ্রামের মেয়ে। যে কম বয়সে মাকে হারিয়েছিল। তার বাবা দ্বিতীয় বিয়ে করেন। চারুকে গ্রামবাসীরা সকলেই পছন্দ করেন। তবে তার সৎ-মা এবং সৎ-বোন চুমকি চারুর জীবনকে দুর্বিষহ করে তোলে। গ্রামবাসীরা চারুকে পছন্দ করে বলেই চুমকি আরও রেগে যায়। চিত্রনাট্য অনুযায়ী, চারু একটি গাড়ি দুর্ঘটনা থেকে পালিয়ে গিয়ে শহুরে গাড়ির মালিকের সঙ্গে দেখা করতে পারে। দুর্ভাগ্যক্রমে তিনি দৃষ্টি প্রতিবন্ধী।
আরও পড়ুন, শ্বশুরবাড়িতে প্রথম দিন, শাশুড়ি মায়ের কোলে বসিয়ে বরণ হল তৃণার
কাঞ্চনা মৈত্র, জুন মালিয়ার মতো শিল্পীও অভিনয় করছেন এই ধারাবাহিকে। সব মিলিয়ে দর্শকের পছন্দে আরও বেশ কিছু পর্ব এই ধারাবাহিক এগিয়ে যাবে বলে বিশ্বাস কলাকুশলীদের।