২২ জানুয়ারির দিকে তাকিয়ে রয়েছে গোটা দেশ। এদিন রামের জন্মস্থান অযোধ্যায় উদ্বোধন হবে রাম মন্দিরের। অযোধ্যা সেজে উঠেছে। শেষ মুহূর্তে কাজ চলছে মন্দিরের। তারই মাঝে মুম্বইয়ের পুরনো রাম মন্দিরের সাফাই কাজে হাত লাগালেন বলিউড অভিনেতা জ্যাকি শ্রফ। তাঁকে সহায়তা করলেন মহারাষ্ট্রের উপ-মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফডণবীশের স্ত্রী অম্রুতা ফডণবীশ।
২২ জানুয়ারি রাম মন্দির উদ্বোধনে রাজনীতিকদের থেকে শুরু করে আমন্ত্রিতদের তালিকায় রয়েছেন বলিউডের তাবড় তারকারা। আমন্ত্রণ পাঠানো হয়েছে অমিতাভ বচ্চন, অনুপম খের, রণবীর কাপুর, আলিয়া ভাট প্রভাস, যশদের। রাম মন্দিরের গর্ভগৃহের বিদ্রোহের উদ্বোধন করবেন স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
দেশবাসীকে মোদীর আগেই অনুরোধ করেছিলেন, দেশের অন্যান্য পুরনো রাম মন্দিরগুলিকে যাতে সাফাই করা হয়। প্রধানমন্ত্রীর সেই ডাকে সাড়া দিয়েছেন জ্যাকি শ্রফ। নিজে উদ্যোগ নিয়ে মন্দির সাফাইয়ের কাজে অংশ নিয়েছেন তিনি।
হাতে মব, জলের বালতি নিয়ে প্রত্যেকটা সিঁড়ি নিজে হাতে পরিষ্কার করেছেন জ্যাকি। মুম্বইয়েই সেই পুরনো রাম মন্দিরের প্রত্যেকটি কোণায় পড়ে থাকা ময়লা পরিষ্কার করেছেন তিনি। তাঁকে দেখার জন্য ভিড় জমে গিয়েছিল চারপাশে। কোনও দিকে না তাকিয়ে নিজের কাজে মন দিয়েছেন জ্যাকি। তিনি অত্যন্ত পরিবেশপ্রেমী। কোনও অনুষ্ঠানে গেলে চারাগাছ নিয়ে যান। উপহার হিসেবে দেন সেই চারাগাছই।