Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

গোপন ক্যামেরায় ধরা পড়লেন শাহরুখ, দোকানের কর্মীর সঙ্গী কী করছিলেন নায়ক?

Shah Rukh Khan Birthday: ২ নভেম্বর শাহরুখ খানের জন্মদিন। কিং খানের জন্মদিনে তাঁর প্রাসাদের সামনে ভিড় জমান শ'য়ে শ' অনুরাগী। নায়ককে এক ঝলক দেখার অপেক্ষায় থাকেন সবাই। জন্মদিনের আগেই গোপন ক্যামেরায় ধরা পড়লেন অভিনেতা। সেই ভিডিয়ো প্রকাশ্যে আসতেই তা নিমেষে ভাইরাল।

| Edited By: | Updated on: Nov 02, 2024 | 10:04 AM
দীপাবলি শেষ হলেও মুম্বই শহরের উত্‍সব এখনও শেষ হয়নি। কারণ, শহরের সবচেয়ে বিশেষ মানুষটির যে জন্মদিন। ২ নভেম্বর ৫৯ বছরে পা দিলেন শাহরুখ খান। তাই আরবসাগর পারে খুশির আমেজ। এ দিনে আরবসাগর পারে ভিড় জমান শ'য়ে শ'য়ে মানুষ।

দীপাবলি শেষ হলেও মুম্বই শহরের উত্‍সব এখনও শেষ হয়নি। কারণ, শহরের সবচেয়ে বিশেষ মানুষটির যে জন্মদিন। ২ নভেম্বর ৫৯ বছরে পা দিলেন শাহরুখ খান। তাই আরবসাগর পারে খুশির আমেজ। এ দিনে আরবসাগর পারে ভিড় জমান শ'য়ে শ'য়ে মানুষ।

1 / 8
রাজকীয়ভাবে সাজানো হয়েছে কিং খানের স্বপ্নের 'মন্নত'। বার বার অনেক সাক্ষাত্‍কারে তিনি বলেছেন,জীবনে একটা বাড়ির শখ ছিল তাঁর। যেখানে তাঁর পরিবার থাকবে। খুব অল্প বয়সেই মা-বাবাকে হারান নায়ক। তার পর থেকে তাঁর এই একটাই অদম্য ইচ্ছা ছিল।

রাজকীয়ভাবে সাজানো হয়েছে কিং খানের স্বপ্নের 'মন্নত'। বার বার অনেক সাক্ষাত্‍কারে তিনি বলেছেন,জীবনে একটা বাড়ির শখ ছিল তাঁর। যেখানে তাঁর পরিবার থাকবে। খুব অল্প বয়সেই মা-বাবাকে হারান নায়ক। তার পর থেকে তাঁর এই একটাই অদম্য ইচ্ছা ছিল।

2 / 8
যেমনটা স্বপ্ন দেখেছিলেন তাঁর সব স্বপ্ন পূরণ হয়েছে। তাঁকে এক ঝলক দেখার অপেক্ষায় থাকেন সবাই। মুম্বইয়ে আরবসাগরের ঠিক উল্টো দিকেই শাহরুখের প্রাসাদ। বাড়ির সামনে একটা রাস্তা। কিং খানের জন্মদিনে সেই রাস্তা দিয়ে হাঁটা দায়। দেশের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ আসেন প্রিয় নায়ককে জন্মদিনের শুভেচ্ছা জানাতে।

যেমনটা স্বপ্ন দেখেছিলেন তাঁর সব স্বপ্ন পূরণ হয়েছে। তাঁকে এক ঝলক দেখার অপেক্ষায় থাকেন সবাই। মুম্বইয়ে আরবসাগরের ঠিক উল্টো দিকেই শাহরুখের প্রাসাদ। বাড়ির সামনে একটা রাস্তা। কিং খানের জন্মদিনে সেই রাস্তা দিয়ে হাঁটা দায়। দেশের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ আসেন প্রিয় নায়ককে জন্মদিনের শুভেচ্ছা জানাতে।

3 / 8
মাঝের একটা বছর অবশ্য নায়কের খুবই টালমাটাল পরিস্থিতির মধ্যে দিয়ে গিয়েছেন। মাঝে একগুচ্ছ ছবি বক্স অফিসে সেভাবে ফল করতে পারেনি। অনেকেই ভেবেছিলেন এবার শাহরুখের সাম্রাজ্য শেষের পথে। সেই ভাবনা যে সম্পূর্ণ ভুল বোঝা গিয়েছে ২০২৩ সালে নায়কের রেজাল্টে।

মাঝের একটা বছর অবশ্য নায়কের খুবই টালমাটাল পরিস্থিতির মধ্যে দিয়ে গিয়েছেন। মাঝে একগুচ্ছ ছবি বক্স অফিসে সেভাবে ফল করতে পারেনি। অনেকেই ভেবেছিলেন এবার শাহরুখের সাম্রাজ্য শেষের পথে। সেই ভাবনা যে সম্পূর্ণ ভুল বোঝা গিয়েছে ২০২৩ সালে নায়কের রেজাল্টে।

4 / 8
তবে যে বছর ছেলে আরিয়ান খানকে নিয়ে রীতিমতো টানাপড়েন চলেছে। সেই বছর জন্মদিনে নায়ককে এক ঝলকও দেখা যায়নি তাঁর জন্মদিনে। মাদকমামলায় বিস্তর সমস্যার সম্মুখীন হতে হয়েছিল গোটা খান পরিবারকে।

তবে যে বছর ছেলে আরিয়ান খানকে নিয়ে রীতিমতো টানাপড়েন চলেছে। সেই বছর জন্মদিনে নায়ককে এক ঝলকও দেখা যায়নি তাঁর জন্মদিনে। মাদকমামলায় বিস্তর সমস্যার সম্মুখীন হতে হয়েছিল গোটা খান পরিবারকে।

5 / 8
যদিও সে সব এখন অতীত। আবারও পুরনো ছন্দে ফিরেছে গোটা পরিবার। নায়কেহর স্ত্রী গৌরী খান চুটিয়ে নিজের ইন্টিরিয়র ডিজাইনের কাজ করছেন। অন্য দিকে দুই ছেলে-মেয়ে বড় হয়ে গিয়েছে। আরিয়ান নিজের ব্র্যান্ড খুলেছেন।

যদিও সে সব এখন অতীত। আবারও পুরনো ছন্দে ফিরেছে গোটা পরিবার। নায়কেহর স্ত্রী গৌরী খান চুটিয়ে নিজের ইন্টিরিয়র ডিজাইনের কাজ করছেন। অন্য দিকে দুই ছেলে-মেয়ে বড় হয়ে গিয়েছে। আরিয়ান নিজের ব্র্যান্ড খুলেছেন।

6 / 8
সেই সঙ্গে তিনি ক্যামেরার পিছনেও কাজের পরিকল্পনা করছেন। অন্য দিকে শাহরুখের মেয়ে সুহানা খানকে ইতিমধ্যেই ওয়েব সিরিজে দেখে ফেলেছেন দর্শক। মাঝে মাঝেই তাই খান পরিবারকে দেখা যাচ্ছে দেশ-বিদেশের ইতিউতি। কিছু দিন আগে নিউ ইয়র্কের একটি দোকানে বাবা-মেয়েকে দেখা যায় কেনাকাটা করতে।

সেই সঙ্গে তিনি ক্যামেরার পিছনেও কাজের পরিকল্পনা করছেন। অন্য দিকে শাহরুখের মেয়ে সুহানা খানকে ইতিমধ্যেই ওয়েব সিরিজে দেখে ফেলেছেন দর্শক। মাঝে মাঝেই তাই খান পরিবারকে দেখা যাচ্ছে দেশ-বিদেশের ইতিউতি। কিছু দিন আগে নিউ ইয়র্কের একটি দোকানে বাবা-মেয়েকে দেখা যায় কেনাকাটা করতে।

7 / 8
এবার শহরের এক গয়নার দোকানে গোপন ক্যামেরায় ধরা পড়লেন শাহরুখ। মাথায় টুপি দিয়ে ঘুরছিলেন। কিন্তু তাঁকে ঠিক চিনে ফেলেন সেই দোকানের এক কর্মী। তাঁকে দেখে নমস্কারও জানান। শাহরুখও তাঁকে দেখে ঘাড় নাড়েন। গোপন ক্যামেরার সেই ভিডিয়ো ইতিমধ্য়েই ভাইরাল নেটপাড়ায়।

এবার শহরের এক গয়নার দোকানে গোপন ক্যামেরায় ধরা পড়লেন শাহরুখ। মাথায় টুপি দিয়ে ঘুরছিলেন। কিন্তু তাঁকে ঠিক চিনে ফেলেন সেই দোকানের এক কর্মী। তাঁকে দেখে নমস্কারও জানান। শাহরুখও তাঁকে দেখে ঘাড় নাড়েন। গোপন ক্যামেরার সেই ভিডিয়ো ইতিমধ্য়েই ভাইরাল নেটপাড়ায়।

8 / 8
Follow Us: