শাহরুখের চোখে আমির খানের সেরা পাঁচ সিনেমা কী কী? উত্তর দিলেন কিং খান নিজেই

Apr 01, 2021 | 7:36 PM

টুইটারে মাঝেমধ্যেই #আস্কএসআরকে বলে একটি সেশন করেন শাহরুখ। ওই সেশনে ভক্তরা নানা ধরনের প্রশ্ন করেন তাঁদের প্রিয় তারকাকে। সেই প্রশ্নের মধ্যেই বেছে নিয়ে কিছু প্রশ্নের উত্তর দেন স্বয়ং কিং খান।

শাহরুখের চোখে আমির খানের সেরা পাঁচ সিনেমা কী কী? উত্তর দিলেন কিং খান নিজেই
দুই খান।

Follow Us

দুজনেই সুপারস্টার। দু’জনের পদবীই খান। দু’জনের ব্যক্তিগত সম্পর্ক নিয়ে নানা জল্পনা। কথা হচ্ছে শাহরুখ এবং আমির খানের। এ বার তাঁর চোখে আমিরের পাঁচটি সেরা ছবি নিয়েই মুখ খুললেন শাহরুখ।

টুইটারে মাঝেমধ্যেই #আস্কএসআরকে বলে একটি সেশন করেন শাহরুখ। ওই সেশনে ভক্তরা নানা ধরনের প্রশ্ন করেন তাঁদের প্রিয় তারকাকে। সেই প্রশ্নের মধ্যেই বেছে নিয়ে কিছু প্রশ্নের উত্তর দেন স্বয়ং কিং খান। এরকমই এক সেশনে এক ভক্ত এসআরকে’কে তাঁর চোখে আমির খানের পাঁচটি সেরা ছবির নাম জানতে চাইলে, শাহরুখ বেছে নেন মিস্টার পারফেকশনিস্ট অভিনীত ‘রাখ’, ‘কয়ামত সে কয়ামত তাক’, ‘দঙ্গল’, ‘লাগান’ এবং ‘থ্রি ইডিয়টস’। এই পাঁচ ছবিই আমিরের কেরিয়ারের অন্যত্ম পাঁচ সুপারহিট ছবি। ওই পাঁচ ছবিতেই পাঁচটি ভিন্ন ধরনের চরিত্রে অভিনয় করেছেন আমির।


ওই সেশনে এক ব্যক্তি শাহরুখের কাছে ‘মেয়ে পটানো’র টিপস চাইলে শাহরুখের সাফ জবাব, ‘এক কাজ কর, প্রথমেই পটানো শব্দটা বাদ দিয়ে দাও।” শাহরুখের কাছে প্রশ্ন এসেছিল আরও। কেউ তাঁর সঙ্গে ভবিষ্যতে কাজ করার ইচ্ছে প্রকাশ করেছেন আবার কেউ তাঁর পরবর্তী ছবির ঘোষণা নিয়েও জানতে চেয়েছেন। সবার কৌতূহল একে একে মিটিয়েছেন তিনি। আর যাঁদের প্রশ্নের উত্তর দিতে পারেননি তাঁদের কাছে ক্ষমাও চেয়ে নিয়েছেন অভিনেতা।

প্রায় তিন বছর পর সিদ্ধার্থ আনন্দের ছবি ‘পাঠান’-এর মাধ্যমেই কামব্যাক করতে চলেছেন শাহরুখ। ছবিতে শাহরুখ ছাড়াও দেখা যাবে জন আব্রাহাম এবং দীপিকা পাড়ুকোনকেও। কিছুদিন আগেই সেই ছবির শুটের জন্য দুবাই উড়ে গিয়েছিলেন বলিউড বাদশা।

Next Article