Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

অসহায় শাহরুখ, বারবার অনুরোধ করা সত্ত্বেও কিং-কে ঠকাতে পিছপা হলেন না গৌরী

Shah Rukh Khan: বরং নিজের জন্য একটি হাত ব্যাগ কিনে নিয়েছিলেন। আর বলেছিলেন এই মুহূর্তে তো সে হাসপাতালে রয়েছে। তবে কেন পোশাক প্রয়োজন। তার থেকে ব্যাগটা আমার দরকারি, আমি এটা নিলাম এটা আমার কাজে লাগবে।

| Updated on: Feb 04, 2024 | 8:44 AM
গৌরী খান ও শাহরুখ খান, দীর্ঘদিনের সম্পর্ক, সংসার করছেন চুটিয়ে। বলিউডের পাওয়ার কপিল বললে খুব ভুল হবে না। সেই শাহরুখের সঙ্গে গৌরী এমন কাজ করতে পারে? সত্যি কি তাঁদের মধ্যে সম্পর্কের সমীকরণ সঠিক নয়?

গৌরী খান ও শাহরুখ খান, দীর্ঘদিনের সম্পর্ক, সংসার করছেন চুটিয়ে। বলিউডের পাওয়ার কপিল বললে খুব ভুল হবে না। সেই শাহরুখের সঙ্গে গৌরী এমন কাজ করতে পারে? সত্যি কি তাঁদের মধ্যে সম্পর্কের সমীকরণ সঠিক নয়?

1 / 8
আবার কখনও কানে আসে তাঁদের মধ্যে নাকি তেমন তাল মিল আর নেই। না, পুরোটাই রটনা বা পুরোটাই ঘটনা কোন উপসংহারেই রাতারাতি পৌঁছানো সম্ভব নয়।

আবার কখনও কানে আসে তাঁদের মধ্যে নাকি তেমন তাল মিল আর নেই। না, পুরোটাই রটনা বা পুরোটাই ঘটনা কোন উপসংহারেই রাতারাতি পৌঁছানো সম্ভব নয়।

2 / 8
কারণ তাঁদের সম্পর্ক কখনও দেখে মনে হয় রূপকথার গল্প আবার কখনও প্রকাশ্যে তাঁদের আচরণে প্রমাণ করে তারা ভাল নেই। তেমনই এক সাক্ষাৎকারে শাহরুখ খান বিতর্ক উস্কে দিয়েছিলেন তাঁর মন্তব্যকে ঘিরে।

কারণ তাঁদের সম্পর্ক কখনও দেখে মনে হয় রূপকথার গল্প আবার কখনও প্রকাশ্যে তাঁদের আচরণে প্রমাণ করে তারা ভাল নেই। তেমনই এক সাক্ষাৎকারে শাহরুখ খান বিতর্ক উস্কে দিয়েছিলেন তাঁর মন্তব্যকে ঘিরে।

3 / 8
শাহরুখ খানকে প্রশ্ন করা হয়েছিল তাঁকে কখনও কিছু উপহার দিয়েছেন কিনা। উত্তরে তিনি বলেছিলেন না, গৌরী তাঁকে তেমন ভাবে কখনও কিছু দেয়নি।

শাহরুখ খানকে প্রশ্ন করা হয়েছিল তাঁকে কখনও কিছু উপহার দিয়েছেন কিনা। উত্তরে তিনি বলেছিলেন না, গৌরী তাঁকে তেমন ভাবে কখনও কিছু দেয়নি।

4 / 8
শাহরুখকে মিথ্যে বলতে রাজি ছিলেন না সেই বন্ধু, তাই সত্যিটা জানিয়ে তিনি বলেন, গৌরী খান গিয়েছিলেন দোকানে শার্টটি পাল্টাতে, এটা সত্যি, তবে তার বদলে তিনি শাহরুখের জন্য অন্য কোন পোশাক কেনেননি।

শাহরুখকে মিথ্যে বলতে রাজি ছিলেন না সেই বন্ধু, তাই সত্যিটা জানিয়ে তিনি বলেন, গৌরী খান গিয়েছিলেন দোকানে শার্টটি পাল্টাতে, এটা সত্যি, তবে তার বদলে তিনি শাহরুখের জন্য অন্য কোন পোশাক কেনেননি।

5 / 8
বরং নিজের জন্য একটি হাত ব্যাগ কিনে নিয়েছিলেন। আর বলেছিলেন এই মুহূর্তে তো সে হাসপাতালে রয়েছে। তবে কেন পোশাক প্রয়োজন। তার থেকে ব্যাগটা আমার দরকারি, আমি এটা নিলাম এটা আমার কাজে লাগবে।

বরং নিজের জন্য একটি হাত ব্যাগ কিনে নিয়েছিলেন। আর বলেছিলেন এই মুহূর্তে তো সে হাসপাতালে রয়েছে। তবে কেন পোশাক প্রয়োজন। তার থেকে ব্যাগটা আমার দরকারি, আমি এটা নিলাম এটা আমার কাজে লাগবে।

6 / 8
যদিও একটি ঘটনাই মাত্র শেয়ার করে নিয়েছিলেন সকলের সঙ্গে শাহরুখ খান। পরবর্তীতে তাঁকে আর দেখা যায়নি গৌরীর বিরুদ্ধে কোনও মন্তব্য করতে।

যদিও একটি ঘটনাই মাত্র শেয়ার করে নিয়েছিলেন সকলের সঙ্গে শাহরুখ খান। পরবর্তীতে তাঁকে আর দেখা যায়নি গৌরীর বিরুদ্ধে কোনও মন্তব্য করতে।

7 / 8
বরং শাহরুখ খান বারবার বলেছিলেন, গৌরী বলেই তাঁর সঙ্গে সংসার করতে পেরেছেন। গৌরী সন্তানদের পিছনে যে সময়টা দিয়েছিলেন, সেই সময়টা তাঁর পক্ষে দেওয়া সম্ভবপর ছিল না।

বরং শাহরুখ খান বারবার বলেছিলেন, গৌরী বলেই তাঁর সঙ্গে সংসার করতে পেরেছেন। গৌরী সন্তানদের পিছনে যে সময়টা দিয়েছিলেন, সেই সময়টা তাঁর পক্ষে দেওয়া সম্ভবপর ছিল না।

8 / 8
Follow Us: