২০২১ সালের সেপ্টেম্বর মাস। খান পরিবারে নেমে আসে কালো সময়। গোয়ার কর্ডেলিয়া ক্রুজ় থেকে আটক হন শাহরুখ খানের জ্যেষ্ঠপুত্র আরিয়ান খান। তাঁর কাছে নাকি মাদক ছিল। এমনই ছিল অভিযোগ। তদন্ত চলতে থাকে। টানা দু’মাস মুম্বইয়ের জেলে কাটিয়েছিলেন আরিয়ান। সেই সময় নাওয়া-খাওয়া ভুলে গিয়েছিলেন শাহরুখ। তাঁর চোখের তলায় পড়ে গিয়েছিল কালো কালি। এই ঘটনার পর কোনওদিনও ছেলের গ্রেফতারি নিয়ে একটিও মন্তব্য করেননি কিং খান।
তবে পরবর্তীকালে ছেলের গ্রেফতারিকে ব্যক্তিগত লড়াইয়ের সঙ্গে তুলনা করেছেন শাহরুখ। বলেছেন, সময়টা ছিল অস্বস্তিকর এবং দুশ্চিন্তার। টানা দু’মাস জেলে থাকার পর আরিয়ানকে জামিনে মুক্ত করা হয়। সেই সময় শাহরুখের পাশে এসে দাঁড়িয়েছিলেন তাঁর অনেক দিনের বান্ধবী জুহি চাওলা এবং সলমন খান।
টানা ৪-৫ বছর খুব খারাপ কেটেছিল শাহরুখের। ২০১৮ সালে ‘জিরো’ ছবিটি ফ্লপ করার পর আর ছবি মুক্তি পায়নি কিং খানের। তারপর করোনা হয়। ছেলে গ্রেফতার হয়। পুরোটা ঘেঁটে গিয়েছিল শাহরুখের। তারপর ২০২৩ সালে কামব্যাক করেন শাহরুখ। জানুয়ারি মাসে মুক্তি পেল ‘পাঠান’। বছরের মাঝামাঝি মুক্তি পেল ‘জওয়ান’। এবং কিছুদিন আগে মুক্তি পেয়েছে ‘ডানকি’। প্রথম দুটি ছবি ভাল পারফর্ম করলেও ‘ডানকি’ আশানুরূপ ফল করতে পারেনি। কিন্তু তাতে কিছু যায় আসে না। শাহরুখের কামব্যাক একটা বড় ব্যাপার ইন্ডাস্ট্রির কাছে। বিষয়টা যথেষ্ট অনুপ্রেরণারও।