ঠোঁটে জ্বলন্ত সিগারেট, ভরা মাঠে এ কী করলেন কিং খান? ট্রোলের বন্যা

Mar 24, 2024 | 3:17 PM

Shah Rukh Khan Controversy: সোশ্যাল মিডিয়ায় কিং খানের কলকাতায় পা রাখার ছবি থেকে ভিডিয়ো ভাইরাল হয়। কলকাতার বুকে যখন টানটান উত্তেজনা, মাঠে বাইশ গজে ছক্কা হাঁকাচ্ছেন ক্রিকেটাররা, তারই ফাঁকে ফাঁকে শাহরুখের দিকেও চলে যাচ্ছিল লেন্স।

ঠোঁটে জ্বলন্ত সিগারেট, ভরা মাঠে এ কী করলেন কিং খান? ট্রোলের বন্যা

Follow Us

মাঠ আর বিতর্ক, একসঙ্গে যেন মাঝে মধ্যেই ফিরে ফিরে আসে শাহরুখ খানের জীবনে। আবার কলকাতা নাইট রাইডারের প্রথম ম্যাচেই কটাক্ষে শাহরুখ খান। IPL-এর প্রথম ম্যাচেই সকলের নজরের কেন্দ্রে জায়গা করে নিয়েছেন কিং খান। কলকাতার সঙ্গে তাঁর দীর্ঘ সম্পর্ক। কলকাতাও শাহরুখ খানকে ভীষণ ভালবাসে। আর আইপিএলের প্রথম কলকাতা নাইট রাইডারের ম্যাচ ছিল শনিবার অর্থাৎ ২৩ মার্চ ইডেনগার্ডেনে। আগে থেকেই জানা ছিল এদিন টিম কর্তা শাহরুখ খান কলকাতার মাঠে উপস্থিত থাকবেন। সেই অনুযায়ী বিমানবন্দরে পাপারাৎজিদের ভিড়ও জমে গিয়েছিল। সোশ্যাল মিডিয়ায় কিং খানের কলকাতায় পা রাখার ছবি থেকে ভিডিয়ো ভাইরাল হয়। কলকাতার বুকে যখন টানটান উত্তেজনা, মাঠে বাইশ গজে ছক্কা হাঁকাচ্ছেন ক্রিকেটাররা, তারই ফাঁকে ফাঁকে শাহরুখের দিকেও চলে যাচ্ছিল লেন্স।

আর সেই মুহূর্তেই ফ্রেমবন্দি হতে দেখা যায় শাহরুখ খান মাঠের গ্যালারিতে ধূমপান করছেন। সোশ্যাল মিডিয়ায় যে ছবি মুহূর্তে ভাইরাল হয়ে যায়। সোশ্যাল মিডিয়ায় ঝড় তোলে এই ক্লিপিং। শাহরুখ খান ধূমপানে আসক্ত ছিলেন একটা সময়। দিনে ৩০টা গড়ে সিগারেট লাগত তাঁর। যদিও সেই অভ্যাস বর্তমানে ত্যাগ করেছিলেন শাহরুখ খান, তেমনটাই জানিয়েছিলেন। তবে আবারও শাহরুখের সেই ছবি সামনে আসতেই ট্রোল ঝড় নেটপাড়ায়।

 

কেউ শাহরুখ খানের পক্ষ নিয়ে লিখলেন, ট্রোলাররা শাহরুখকে হিংসে করেন। কেউ আবার সোশ্যাল মিডিয়ায় লিখলেন, বাবা শাহরুখ খান ধূমপান করছেন স্টেডিয়ামে? তিনি নাকি অনেক মানুষের অনুপ্রেরণা? যদিও খান ভক্তদের কাছে এই ছবি নতুন নয়। সেট থেকে শুরু করে একাধিক জায়গায় অতীতে তাঁকে ধূমপান করতে দেখা গিয়েছে।

Next Article