AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

ষাটের জন্মদিনে শাহরুখের হাতে নতুন ঘড়ি, দাম কত জানেন?

যেমন ফিট, তেমন হট, আর তাই তো তিনি কয়েক মিনিটে কিং ঝলকেই সুপারহিট। তবে সেদিন শুধুই টিজারে চমক দেখাননি শাহরুখ। বরং অনুরাগীরা লক্ষ্য করেছেন শাহরুখের বাম হাতের কব্জির ঝকমকে ঘড়িটাও! যা কিনা শাহরুখের কিং মেজাজ আরও বেশি ঝকঝকে করে তুলেছিল।

ষাটের জন্মদিনে শাহরুখের হাতে নতুন ঘড়ি, দাম কত জানেন?
| Updated on: Nov 04, 2025 | 5:27 PM
Share

২ নভেম্বর সদ্য ষাটে পা দিয়েছেন বলিউড বাদশা শাহরুখ খান। আর সেদিনই কিং ছবির টিজারে অনুরাগীদের চমকে দিয়েছেন শাহরুখ। তাঁকে দেখে কে বলবে, যে তাঁর ষাট হয়েছে! যেমন ফিট, তেমন হট, আর তাই তো তিনি কয়েক মিনিটে কিং ঝলকেই সুপারহিট। তবে সেদিন শুধুই টিজারে চমক দেখাননি শাহরুখ। বরং অনুরাগীরা লক্ষ্য করেছেন শাহরুখের বাম হাতের কব্জির ঝকমকে ঘড়িটাও! যা কিনা শাহরুখের কিং মেজাজ আরও বেশি ঝকঝকে করে তুলেছিল।

সাজগোজের ব্যাপারে শাহরুখের স্টাইলিং মোটামুটি ছকে দেন তাঁর স্ত্রী গৌরী খান। কোন পার্টিতে কী পরবেন, তাও ঠিক করে দেন গৌরী। শাহরুখকে জিজ্ঞাসা করলে, তাঁর স্পষ্ট জবাব, গৌরীই জানেন, শাহরুখের পছন্দটা ঠিক কেমন। এই যেমন, এবারের জন্মদিনে অনুরাগীদের সঙ্গে একটা স্পেশাল মুহূর্ত কাটান বাদশা খান। যেখানে তাঁকে দেখা গিয়েছিল ক্রিম রঙের জ্যাকেট, কালো রঙের শার্ট, জিনস প্যান্ট। মাথায় কালো রঙের বান্ডানা। তবে পোশাক ছাড়াও এবার নজর কাড়ল শাহরুখের কব্জির ঘড়ি। যার ডায়ালে রয়েছে নীলা পাথর এবং স্টিল। রোমান স্টাইলেই সেজে উঠেছে ঘড়ির অন্দর। রয়েছে একটি ক্রাউনও। ঘড়িটা যেন তৈরিই হয়েছে কিং খানের হাতে সেজে ওঠার জন্য।

কত দাম শাহরুখের এই হাতঘড়ির?

কারটিয়ের কোম্পানিক সানটোস স্কেলেটন আরইএফ ঘড়িটি একেবারে নতুন এসেছে বাজারে। এই যন্ত্রপাতি উন্নতমানের হওয়ার সঙ্গে সঙ্গে গথিক লুককে স্পষ্ট করে তোলে। ৩৯.৮ মিলি মিটার ডায়ালের এই ঘড়িটির দাম ৩২.৬ লাখ টাকা। তবে এই ধরনের ঘড়ি শাহরুখের কাছে রয়েছে প্রচুর। তবে সূত্র বলছে, এক বিশেষ মানুষের কাছ থেকে এটি উপহার পেয়েছেন শাহরুখ। সেই কারণেই জন্মদিনে এটা পরেই ইভেন্টে এসেছিলেন বলিউড বাদশা।