AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

আম বিক্রেতা থেকে শাহরুখের সঙ্গে অভিনয়, এখন ১৬৬ কোটির সম্পত্তির মালিক! চেনেন এই নায়ককে?

তারপর পিছনে ফিরে তাকাতে হয়নি অভিনেতা। শাহরুখ, আমির খান, মাধুরী দীক্ষিত, সইফ আলি খানদের সঙ্গে দাপিয়ে অভিনয়। আর এখন তো ১১০ কোটির সম্পত্তির মালিক। যে অভিনেতার কথা হচ্ছে, তিনি একসময় আম বিক্রেতা ছিলেন। দেশে-বিদেশে আম রপ্তানি করাই ছিল তাঁর ব্যবসার মূল। ভাবছেন কে সেই অভিনেতা?

আম বিক্রেতা থেকে শাহরুখের সঙ্গে অভিনয়, এখন ১৬৬ কোটির সম্পত্তির মালিক! চেনেন এই নায়ককে?
| Updated on: Oct 28, 2025 | 7:46 PM
Share

তাঁর জীবনের গল্পটা সিনেমার চিত্রনাট্যকেও হার মানাবে। এভাবে যে উত্থান হতে পারে, তা আজও যেন তাঁর কাছে রহস্য। বরাবরই মনের মধ্যে ইচ্ছা ছিল সিনেমায় অভিনয় করার। কিন্তু সুযোগ হচ্ছিল না। বদলে মডেলিং জগতকে আপন করে নেন। আর সেই মডেল জগত থেকেই দরজা খোলে সিনেমার। তারপর পিছনে ফিরে তাকাতে হয়নি অভিনেতা। শাহরুখ, আমির খান, মাধুরী দীক্ষিত, সইফ আলি খানদের সঙ্গে দাপিয়ে অভিনয়। আর এখন তো ১১০ কোটির সম্পত্তির মালিক। যে অভিনেতার কথা হচ্ছে, তিনি একসময় আম বিক্রেতা ছিলেন। দেশে-বিদেশে আম রপ্তানি করাই ছিল তাঁর ব্যবসার মূল। ভাবছেন কে সেই অভিনেতা?

১৯৭৭ সালে মুম্বইয়ে জন্ম হয় তাঁর। বাবা ছিলেন কনস্ট্রাকশনের ব্যবসায়। মা ছিলেন গায়িকা। মায়ের দিক থেকে তিনি পেয়েছিলেন ক্রিয়েটিভিটি আর বাবার দিক থেকে ব্যবসা। জানা যায়, ১৮ বছর বয়স থেকেই ব্যবসায় হাতে খড়ি তাঁর। আম পাঠাতেন হংকংয়ে। সেই সময় প্রচুর অর্থ অর্জন করেছিলেন। তবে সেই সময় থেকেই শখে চলত মডেলিং।

২০০৪ সালে তিনি নজরে পড়েন জনপ্রিয় চিত্রশিল্পী এমএফ হুসেনের। এক দেখাতেই পছন্দ। ছবির নাম মীনাক্ষি। অভিনেত্রী টাব্বুর বিপরীতে অভিনয় করলেন। এবার নিশ্চয়ই বুঝে গিয়েছে, এই গল্প একেবারেই কুণাল কাপুরের। মীনাক্ষি ছবি থেকেই বলিউডের নজরে পড়েন কুণাল। এরপর একে একে সিনেমার অফার। হ্যাট্রিক, আজা নচলে, রং দে বসন্তি, লাগা চুনরি মে দাগ, ওয়েলকাম টু সজ্জনপুর, লমহা, ডন ২। এর পাশাপাশি বেশ কয়েকটি দক্ষিণী ছবিতেও অভিনয় করেছেন কুণাল। ১৮ বছরের তাঁর রঙিন ফিল্মি কেরিয়ার। ইদানিং তো ওটিটিতেও দেখা গিয়েছে কুণাল কাপুরকে।

View this post on Instagram

A post shared by Kunal Kapoor (@kunalkkapoor)

অভিনয়ের পাশাপাশি কেট্টো নামের এক সংস্থার কর্ণধার তিনি। যে সংস্থা কাজ করছে সোশাল মিডিয়া ও মেডিক্যাল ফিল্ডে। জানা গিয়েছে, এই মুহূর্তে প্রায় ১৬৬ কোটি টাকার সম্পত্তির মালিক।