কেমন দেখতে শাহরুখের প্রাইভেট জেট?
শাহরুখের মন্নতের অন্দরমহল ঠিক কেমন, তা মোটামুটি আভাস পাওয়া যায়, সোশাল মিডিয়ায় ছড়িয়ে থাকা নানা ছবির মধ্যে দিয়ে। এমনকী, বলিউডের বহু অভিনেতারা মন্নতে প্রবেশ করার পর, সংবাদমাধ্যমে তা নিয়ে নানা মন্তব্য করেছিলেন। নিজের জীবন নিয়ে তৈরি তথ্য়চিত্রতে খোদ শাহরুখই তাঁর মন্নতের অন্দরমহল ঘুরিয়ে দেখিয়ে ছিলেন।

২ নভেম্বর ৬০ বছরে পা দিতে চলেছেন বলিউড বাদশা শাহরুখ খান। তবে তাঁকে দেখে কে বলবে, তিনি ষাটে পা দিতে চলেছেন। ফিট মন্তরে এখনও তিনি নতুন প্রজন্মকে একহাত নিতে পারেন। রোমান্টিকতায় তাঁকে টেক্কা দিতে প্রায় পারে না কেউই। তবে এই গপ্পো একেবারেই শাহরুখের বয়স নিয়ে নয়। বরং তাঁর প্রাইভেট জেট নিয়ে।
শাহরুখের মন্নতের অন্দরমহল ঠিক কেমন, তা মোটামুটি আভাস পাওয়া যায়, সোশাল মিডিয়ায় ছড়িয়ে থাকা নানা ছবির মধ্যে দিয়ে। এমনকী, বলিউডের বহু অভিনেতারা মন্নতে প্রবেশ করার পর, সংবাদমাধ্যমে তা নিয়ে নানা মন্তব্য করেছিলেন। নিজের জীবন নিয়ে তৈরি তথ্য়চিত্রতে খোদ শাহরুখই তাঁর মন্নতের অন্দরমহল ঘুরিয়ে দেখিয়ে ছিলেন। আর এবার শাহরুখের প্রাইভেট জেটের ঝলক দেখালেন বিমান সেবিকা।

ব্যাপারটা একটু খোলসা করে বলা যাক। সম্প্রতি সোশাল মিডিয়ায় শাহরুখের একটি ছবি ভাইরাল হয়েছে। যেখানে দেখা গিয়েছে, প্রাইভেট জেটের ভিতর বিমানসেবিকার পাশে দাঁড়িয়ে শাহরুখ। আর এই ছবি থেকেই অনুরাগীরা আন্দাজ পেয়ে গেল বলিউড বাদশার প্রাইভেট জেটটি কেমন দেখতে।
প্রাইভেট জেটের অন্দরে রয়েছে সাদা ও লাল আলো। চামড়া সিটের কভার ক্রিম রঙের। যার লেগ স্পেশ অনেকটা। প্লেনের সিলিং লাল রঙের। অনেকটা রেড চিলিসের রঙের মতো। শাহরুখের প্রাইভেট জেট যে, যেকোনও আন্তর্জাতিক বিমানসংস্থার বিমানকে টেক্কা দিতে পারে, তা এক ঝলকেই প্রমাণ।
