কিং সেট থেকে শাহরুখের ছবি লিক? অ্যাকশন দৃশ্য ঘিরে শোরগোল নেটপাড়ায়
পরিচালক সিদ্ধার্থ আনন্দ ও শাহরুখ খানের এই প্রজেক্ট ইতিমধ্যেই বলিউডে আলোচনার কেন্দ্রবিন্দুতে। ছবির মুক্তির তারিখ এখনও ঘোষণা না হলেও, এই ভাইরাল ছবিই প্রমাণ করছে—‘কিং’-এর রাজত্ব শুরু হওয়ার আগেই অনুরাগীদের হৃদয়ে জায়গা করে নিয়েছেন কিং রূপী শাহরুখ খান।

বলিউডের কিং শাহরুখ খান আবারও খবরে। তাঁর আসন্ন অ্যাকশন থ্রিলার ‘কিং’ মুক্তির এখনও অনেক দিন বাকি, তবে ছবিকে ঘিরে ইতিমধ্যেই শুরু হয়েছে জোর জল্পনা। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে একটি ছবি, যেখানে দেখা যাচ্ছে— স্যুট পরিহিত এক ব্যক্তি তলোয়ার হাতে একাধিক প্রতিপক্ষের সঙ্গে লড়াই করছেন। নেটপাড়ার দাবি, লিক হয়ে যাওয়া এই ছবি শাহরুখের কিং-এর শুটের দৃশ্য। তবে এই ছবি আসল না নকল, তা নিয়ে ইতিমধ্যেই শুরু হয়েছে বিতর্ক।
ছবিটি শেয়ার করা হয় লেটস সিনেমা (Lets Cinema)-র এক্স হ্যান্ডেল থেকে। সেখানে লেখা, “কিং রূপে শাহরুখ, পরিচালক সিদ্ধার্থ আনন্দ”। এরপরই এই পোস্ট ঘিরে অনুরাগীদের মধ্যে উন্মাদনা ছড়িয়ে পড়ে। কেউ লিখেছেন, “সিদ্ধার্থ আর শাহরুখ!” আবার কেউ মন্তব্য করেছেন, “শাহরুখ খান ফিরছে, তুফান আসছে!”
তবে কিছুক্ষণের মধ্যেই ছবিটির সত্যতা নিয়েপ্রশ্ন উঠতে শুরু করে। অনেকেই দাবি করেন, এটি আসলে AI-নির্মিত ছবি। অর্থাৎ অনুরাগীদের তৈরি কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে বানানো ছবি। যদিও কিং ছবির সেট সূত্রে খবর, ‘কিং’-এ সত্যিই একটি তলোয়ার যুদ্ধের দৃশ্য আছে। তবে ভাইরাল হওয়া ছবিটি আসল না AI দ্বারা তৈরি, সে বিষয়ে নিশ্চিতভাবে কিছু জানানো হয়নি।
#KING SWORD FIGHT SEQUENCE LEAKED…..
GUESS THE ACTORS INVOLVED IN THIS SCENE#SRK WILL BREAK ALL RECORDS 😍😍😍😍😍😍 pic.twitter.com/whAEgB3kPH
— JAWAN-2🚩 (@khelonmusk) October 28, 2025
পরিচালক সিদ্ধার্থ আনন্দ ও শাহরুখ খানের এই প্রজেক্ট ইতিমধ্যেই বলিউডে আলোচনার কেন্দ্রবিন্দুতে। ছবির মুক্তির তারিখ এখনও ঘোষণা না হলেও, এই ভাইরাল ছবিই প্রমাণ করছে—‘কিং’-এর রাজত্ব শুরু হওয়ার আগেই অনুরাগীদের হৃদয়ে জায়গা করে নিয়েছেন কিং রূপী শাহরুখ খান। পর পর তিন ছবির পর আবার বিরতিতে শাহরুখ খান। ফলে অনুরাগীরা এখন মুখিয়ে রয়েছেন বড়পর্দায় বাদশাকে দেখার জন্যে। শাহরুখ খানের এই ছবির শুট শুরু হয়ে গিয়েছে চলতি বছরেই। একটি বিশেষ দৃশ্যে শুট করতে গিয়ে চোটও পেয়েছেন তিনি। বর্তমানে কিং সেই ছবির কাজেই ব্যস্ত। আর সঙ্গে থাকছে একগুচ্ছ চমক। যার মধ্যে অন্যতম হল সুহানা খানের উপস্থিতি।
