‘দোষ মানুষের’, হঠাৎ কী এমন হল যে মেজাজ হারালেন শাহিদ

Feb 03, 2024 | 5:17 PM

Shahid Kapoor: এবার তিনি যে বিষয় মুখ খুললেন, তা কোথাও গিয়ে যেন মানুষের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেওয়া ভুল কার? কোন প্রসঙ্গে এমন মন্তব্য করলেন শাহিদ কাপুর? সম্প্রতি ডিপফেক ছবি থেকে ভিডিয়ো নিয়ে সোশ্যাল মিডিয়ায় চর্চা তুঙ্গে।

দোষ মানুষের, হঠাৎ কী এমন হল যে মেজাজ হারালেন শাহিদ

Follow Us

শাহিদ কাপুর, বলিউডের চকোলেট বয় এখন যেভাবে নিজের জায়গা পাকা করে নিয়েছেন, তাতে এখন কোনও বিষয় মন্তব্য করতে খুব একটা ভেবে দেখেন না তিনি। বলিউডের অন্দরমহলের সমীকরণ হোক কিংবা বলিপাড়ার কোনও সেলেবকে নিয়ে মন্তব্য করা, সবটাই এক কথায় বলতে গেলে নেটিজ়েনদের চর্চার কেন্দ্রে জায়গা করে থাকে। তবে এবার তিনি যে বিষয় মুখ খুললেন, তা কোথাও গিয়ে যেন মানুষের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেওয়া ভুল কার? কোন প্রসঙ্গে এমন মন্তব্য করলেন শাহিদ কাপুর? সম্প্রতি ডিপফেক ছবি থেকে ভিডিয়ো নিয়ে সোশ্যাল মিডিয়ায় চর্চা তুঙ্গে। সেলেবদের ছবি AI মারফৎ সোশ্যাল মিডিয়ায় বিকৃত করে তা ছড়িয়ে দেওয়া নিয়ে চর্চা তুঙ্গে। যার শিকার হতে দেখা গিয়েছে, কখনও ক্যাটরিনা কইফ, কখনও রশ্মিকা মান্দানা, ঝড়ের গতিতে ভাইরাল হয়েছে সেই সকল সেলেবদের নানা ছবি। যা নিয়ে রীতিমত চর্চা উঠেঠে তুঙ্গে। সেলেবরা সরবও হয়েছেন রাতারাতি।

এবার সেই প্রসঙ্গেই মুখ খুললেন শাহিদ কাপুর, বললেন ”মানুষই নিজেদের সমস্যা তৈরি করছে। তাঁরাই বিশ্বের সঙ্গে এটা করছে। তাঁরাই আবার AI এর ঘাড়ে দোষ চাপাচ্ছে। আমরা বাস্তবে থাকতে ভুলে যাচ্ছি। আমরা সোশ্যাল মিডিয়ায় এমন জিনিস তুলে ধরে চলেছি, যা বাস্তব নয়। বাস্তবের সঙ্গে তার তুলনা করে চলেছি। সেখান থেকেই অবসাদ সৃষ্টি হচ্ছে। সেটাই সত্যি। আমরা প্রতিনি.ত এক বিকল্প বাস্তবের খোঁজ করে চলেছি। সেটাই AI। সম্পর্কের প্রাথমিক স্তরের মতোই তা সত্য়ি। মানুষের তৈরি ও ঈশ্বরের সৃষ্টির মধ্যে তফাৎ বর্তমান।” প্রসঙ্গত তাঁর সম্প্রতি মুক্তি পাওয়া ছবি ‘তেরি বাতঁ মে অ্যাসা উলঝা জ্যায়সা’ ছবিতেও ঠিক তেমনই এক গল্প তুলে ধরা হয়েছে। যেখানে পরতে-পরতে এই বাস্তব ও অবাস্তবের লড়াই বর্তমান।