AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

‘স্বদেশ’ ছবির জন্যই পাওয়া উচিত ছিল! কোন আক্ষেপের কথা শাহরুখের মুখে?

যে শাহরুখের ঝুলিতে রয়েছে 'কভি হাঁ কভি না', 'স্বদেশ', 'চক দে' ইন্ডিয়ার মতো ছবি, যে ছবিতে কর্মাশিয়াল হিরোর তকমা সরিয়ে শাহরুখকে পাওয়া গিয়েছিল একেবারে অন্য অবতারে, সেই ছবি ছেড়ে দিয়ে, শেষমেশ 'জওয়ান'-এর মতো মশালা ছবি!

'স্বদেশ' ছবির জন্যই পাওয়া উচিত ছিল! কোন আক্ষেপের কথা শাহরুখের মুখে?
| Updated on: Aug 02, 2025 | 3:24 PM
Share

সিনে কেরিয়ারের ৩৩ বছর পার করে এই প্রথম সেরা অভিনেতার জাতীয় পুরস্কার হাতে উঠল শাহরুখ খানের। ২০২৩ সালে মুক্তিপ্রাপ্ত জওয়ান ছবির জন্যই সেরা অভিনেতার জাতীয় পুরস্কার পেলেন বলিউড বাদশা। স্বাভাবিকভাবেই খুশির হাওয়া শাহরুখ ভক্তদের মনে। কিন্তু তাঁদের মনের কোণায় একটাই প্রশ্ন, ৩৩ বছর শাহরুখ জাতীয় পুরস্কারে সম্মানিত তো হলেন, তাও আবার জওয়ান ছবির জন্য? যে শাহরুখের ঝুলিতে রয়েছে ‘কভি হাঁ কভি না’, ‘স্বদেশ’, ‘চক দে’ ইন্ডিয়ার মতো ছবি, যে ছবিতে কর্মাশিয়াল হিরোর তকমা সরিয়ে শাহরুখকে পাওয়া গিয়েছিল একেবারে অন্য অবতারে, সেই ছবি ছেড়ে দিয়ে, শেষমেশ ‘জওয়ান’-এর মতো মশালা ছবি! সোশাল মিডিয়ায় এই নিয়ে চলছে তুমুল চর্চাও।

ঠিক এই সময়ই ভাইরাল হয়েছে, শাহরুখের এক পুরনো ভিডিও। যেখানে শাহরুখ নিজেও ‘স্বদেশ’ ছবির জন্য জাতীয় পুরস্কার না পাওয়ায় হতাশা প্রকাশ করেছিলেন।

সালটা ২০০৫। ‘হাম তুম’ ছবিতে অভিনয়ের জন্য সেরা অভিনেতার পুরস্কা পেয়েছিলেন সইফ আলি খান। সেই সময় এক অন্য পুরস্কার সন্ধ্যায় হাম তুম ছবির পরিচালক কুণাল কোহলিকে শাহরুখ জানিয়ে ছিলেন, ”দেখুন আমি খুব ভাল মনের মানুষ। ইন্ডাস্ট্রির সব নায়কদের, সব নায়িকাদের ভালবাসি আমি। সব সিনেমাই আমার ভাল লাগে। সইফের হাম তুম ছবিও আমার ভাল লেগেছে। কিন্তু তা সত্ত্বেও আমি একটু হতাশ। কেননা, আমার মনে হয়, স্বদেশ ছবির জন্য আমারও পাওয়া উচিত ছিল। কিন্তু সে এক অন্য গল্প।”

২০২৩ সাল ছিল শাহরুখের বছর। একের পর এক ফ্লপের পর এই এক বছরেই ব্লকবাস্টার’পাঠান’, জওয়ান এবং সুপারহিট ডাঙ্কি যেন ফের বলিউডে ‘শাহরুখরাজ’ ফিরিয়ে দিল। বক্স অফিসে ঝড় তুললেও, ফিল্মবোদ্ধাদের মতে, জওয়ান একেবারে মশালা ছবি, যেখানে শাহরুখের অভিনয়ের তুলনায় গ্রাফিক্সই বেশি চমকপ্রদ ছিল। এমন এক ছবির জন্য শাহরুখ জাতীয় পুরস্কার পাওয়ায়, স্বাভাবিকভাবেই তাঁর ভক্তদের মধ্য়ে ক্ষোভ ভিড় করেছে। বেশিরভাগেরই মতে, জওয়ান নয়, স্বদেশ বা চক দে ইন্ডিয়া ছবির জন্যই শাহরুখের এই সম্মান পাওয়া উচিত ছিল। এমনকী, এক সময় শাহরুখও এমটাই মনে করেছিলেন।

Throwback to the time SRK publicly said that he should have won the National Award in 2005 for Swades than Saif for Hum Tum. byu/GiveMeSomeSunshine3 inBollyBlindsNGossip