AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

কলকাতায় এলেই এই ব্যক্তির সঙ্গে গোপনে দেখা করেন দীপিকা পাড়ুকোন! কেন জানেন?

এক সাংবাদিক বৈঠকে অভিনেতা রাজ কুমার রাও তো বলেই ফেললেন, তাঁর স্ত্রী পত্রলেখা যদি কলকাতার ফুচকা না খাওয়াতেন, তাহলে জীবনের বড় একটা জিনিস মিস করতেন তিনি। তবে শুধুই রাজ কুমার রাও নয়।

কলকাতায় এলেই এই ব্যক্তির সঙ্গে গোপনে দেখা করেন দীপিকা পাড়ুকোন! কেন জানেন?
| Updated on: Aug 13, 2025 | 1:46 PM
Share

উত্তর ভারতের পানিপুরিকে একেবারে টেক্কা দিতে পারে বাংলার ফুচকা। আর একথা, শুধু বাঙালি নয়, স্বীকার করেন মুম্বই, দিল্লির মানুষরাই। সাধারণ মানুষ থেকে সেলিব্রিটি প্রায় সবাই এক বাক্যে স্বীকার করেন ফুচকাই দ্য বেস্ট। এই যেমন কয়েকদিন আগে এক সাংবাদিক বৈঠকে অভিনেতা রাজ কুমার রাও তো বলেই ফেললেন, তাঁর স্ত্রী পত্রলেখা যদি কলকাতার ফুচকা না খাওয়াতেন, তাহলে জীবনের বড় একটা জিনিস মিস করতেন তিনি। তবে শুধুই রাজ কুমার রাও নয়। বিদ্যা বালান থেকে বরুণ ধাওয়ান। সারা আলি খান থেকে শ্রদ্ধা কাপুর, কলকাতা এলে ফুচকা খাবেনই। তবে এই সব নায়ক নায়িকাদের থেকে এক ডিগ্রি উপরে দীপিকা পাড়ুকোন। তিনি তো মুম্বইয়ে বসেই বুক করে রেখেছেন তাঁর প্রিয় ফুচকা বিক্রেতা!

ব্যাপারটা একটু খোলসা করে বলা যাক। কলকাতার বিবেকানন্দ পার্ক ফুচকার জন্য বহু আগে থেকেই জনপ্রিয়। এমনকী, বিবেকানন্দ পার্কের ফুচকা দারুণ জনপ্রিয় গোটা দেশেই। সেই বিবেকানন্দ পার্কের ফুচকা বিক্রেতা শঙ্কর পণ্ডিতই হলেন দীপিকার সেই পছন্দের মানুষ, যার সঙ্গে কলকাতা এলে দেখা করবেনই। যত ব্যস্ততাই হোক না কেন, ভিড় এড়িয়ে গোপনে গাড়ি নিয়ে দীপিকা পৌঁছে যান শঙ্কর পণ্ডিতের কাছে। ওখান থেকে বেশ কয়েকটা ফুচকা খেয়েই তারপর বাড়ি ফেরেন দীপিকা। শঙ্কর পণ্ডিতের কথায়, ঝাল এবং মিষ্টি সহযোগে তাঁর স্পেশাল ফুচকা দারুণ পছন্দ দীপিকার। তাঁর কথায়, দীপিকা যদি কলকাতায় কয়েকঘণ্টার জন্যও আসেন, তাহলে তাঁর ফুচকা খাবেনই!

(Image Credits: Best Of Street Food/Youtube and @kolkatadelites/Instagram)