নিজস্ব সংবাদদাতা: কলকাতায় এলেন অভিনেতা শরমন যোশী। তাঁর আগামী ছবি ‘ফৌজি কলিং‘-এর প্রচারে। সঙ্গে ছিলেন অভিনেত্রী বিদিতা বাগ। ওই ছবিতে শরমনের সঙ্গে দেখা যাবে তাঁকেও।
বাইপাসের ধারে কফি কাপে চুমুক দিতে দিতে জমে উঠল আড্ডা। হাজির ছিল টিভিনাইন বাংলা। কথা হল আসন্ন ছবি, কাজ এবং ইন্ডাস্ট্রির অবস্থা নিয়েও। সেকেন্ড লিডে বারেবারেই বাজিমাত করেছেন শরমন। সে ‘থ্রি ইডিয়টস‘-এর রাজু রস্তোগী হোক অথবা ‘মিশন মঙ্গল‘ ছবিতে পরমেশ্বর যোশী— বারেবারেই দর্শকের নজর কেড়েছেন তিনি। অথচ লিড চরিত্রে সেভাবে দেখা যায়নি তাঁকে। নেটিজেনদের একাংশের বক্তব্য প্রেম চোপড়ার জামাই হয়েও ইন্ডাস্ট্রিতে আজও তিনি ‘আন্ডাররেটেড‘? আর শরমন তিনি কী বলছেন? টিভিনাইন বাংলার কাছে তাঁর অকপট জবাব, “ভাগ্য ভাল আমায় মানুষ আন্ডাররেটেড ভাবেন ওভাররেটেড তো আর ভাবেন না। চেষ্টা করব এ ভাবেই কাজ চালিয়ে যাওয়ার। তাতে না হয় হলাম খানিক আন্ডাররেটেড।”
অন্যদিকে বাঙালি মেয়ে বিদিতারও কলকাতার পসারের চেয়ে রমরমিয়ে চলছে মুম্বইয়ের তোরণ। এই প্রথম ফৌজির স্ত্রী–র ভূমিকায় তিনি। ছোটবেলায় কেন্দ্রীয় বিদ্যালয়ে পড়া বিদিতা বড় হয়ে উঠেছেন ফৌজি জীবনের নানা রকমের ঘটনার কথা শুনেই। কথা বলতে বলতে নস্টালজিক অভিনেত্রী। কলকাতায় এসে ভাল লাগছে তাঁর। এ দিনই মুম্বইয়ে ফেরার কথা শরমন–বিদিতার। আলাপচারিতা শেষে গাড়িতে উঠলেন দু‘জনে। কলকাতার বুক চিড়ে কালো কাচ ঢাকা এসইউভি তখন ঝড় তুলেছে এয়ারপোর্টের দিকে।