Streaming Guide: পিতৃতন্ত্রের উপর সজোরে আঘাত করেছে যে ৫ হিন্দি ছবি, দেখবেন কোথায়?

পিতৃতন্ত্রের ধ্যানধারণা এবং নায়ক প্রধান সিনেমার খোলস ছেড়েও শুধুমাত্র নারীকে মুখ্য ভূমিকায় বসিয়ে বলিউডে যে যে সিনেমা তৈরি হয়েছে তার হালহদিশ রইল আপনার জন্য। কোথায় দেখবেন তাও জানানো হল বিস্তারিত...

| Edited By: | Updated on: Jun 27, 2021 | 6:06 PM
'অসহায়' হিরোইনকে ঘিরে ধরবে খান পাঁচেক 'দুষ্টু লোক', 'মুঝে ছোড়ো..' হাঁক দেবেন হিরোইন আর ঠিক সেই নাটকীয় মুহূর্তে খানিকটা উড়ে, খানিকটা বাইকে চেপে এন্ট্রি হবে হিরোর--- বলিউডের মশলাদার ছবির এই দৃশ্য চিরাচরিত। তবে সময় বদলেছে, বদলেছে পরিচালকদের চিন্তা ভাবনাও। পিতৃতন্ত্রের ধ্যানধারণা এবং নায়ক প্রধান সিনেমার খোলস ছেড়েও শুধুমাত্র নারীকে মুখ্য ভূমিকায় বসিয়ে বলিউডে যে যে সিনেমা তৈরি হয়েছে তার হালহদিশ রইল আপনার জন্য। কোথায় দেখবেন তাও জানানো হল বিস্তারিত...

'অসহায়' হিরোইনকে ঘিরে ধরবে খান পাঁচেক 'দুষ্টু লোক', 'মুঝে ছোড়ো..' হাঁক দেবেন হিরোইন আর ঠিক সেই নাটকীয় মুহূর্তে খানিকটা উড়ে, খানিকটা বাইকে চেপে এন্ট্রি হবে হিরোর--- বলিউডের মশলাদার ছবির এই দৃশ্য চিরাচরিত। তবে সময় বদলেছে, বদলেছে পরিচালকদের চিন্তা ভাবনাও। পিতৃতন্ত্রের ধ্যানধারণা এবং নায়ক প্রধান সিনেমার খোলস ছেড়েও শুধুমাত্র নারীকে মুখ্য ভূমিকায় বসিয়ে বলিউডে যে যে সিনেমা তৈরি হয়েছে তার হালহদিশ রইল আপনার জন্য। কোথায় দেখবেন তাও জানানো হল বিস্তারিত...

1 / 6
শেরনি- মুখ্য ভূমিকায় বিদ্যা বালান। আর বিদ্যা বালান মানেই যে গড়পড়তা স্টোরি নয়, তা এত দিনে ধারণা করেই ফেলেছেন সিনেপ্রেমীরা। এই ছবির মধ্যে দিয়েই ডিজিটাল ডেবিউ ঘটেছে বিদ্যার। এক মহিলা ফরেস্ট অফিসারকে নিয়ে ছবি। যার সঙ্গে যুক্ত হয় সমাজের নানা সমস্যার কথা, মানুষের কথা, নারীর কথা। দেখতে পারবেন অ্যামাজন প্রাইমে।

শেরনি- মুখ্য ভূমিকায় বিদ্যা বালান। আর বিদ্যা বালান মানেই যে গড়পড়তা স্টোরি নয়, তা এত দিনে ধারণা করেই ফেলেছেন সিনেপ্রেমীরা। এই ছবির মধ্যে দিয়েই ডিজিটাল ডেবিউ ঘটেছে বিদ্যার। এক মহিলা ফরেস্ট অফিসারকে নিয়ে ছবি। যার সঙ্গে যুক্ত হয় সমাজের নানা সমস্যার কথা, মানুষের কথা, নারীর কথা। দেখতে পারবেন অ্যামাজন প্রাইমে।

2 / 6
থাপ্পড়- তাপসী পান্নুর অন্যতম সেরা ছবি। পিতৃতন্ত্রের উপর সত্যি সজোরে থাপ্পড় ওই ছবি, যা আবর্তিত হয় এক থাপ্পড়কে কেন্দ্র করেই। ছবিটি পেয়ে যাবে অ্যামাজন প্রাইমে।

থাপ্পড়- তাপসী পান্নুর অন্যতম সেরা ছবি। পিতৃতন্ত্রের উপর সত্যি সজোরে থাপ্পড় ওই ছবি, যা আবর্তিত হয় এক থাপ্পড়কে কেন্দ্র করেই। ছবিটি পেয়ে যাবে অ্যামাজন প্রাইমে।

3 / 6
বুলবুল- গত বছর লকডাউনের সময় এই ছবি মুক্তি পেয়েছিল। বলিউড পেয়ে গিয়েছিল এক নতুন হিরোইন তৃপ্তি দামরী। মেয়েদের জীবনের প্রতিটি লাঞ্ছনা-গঞ্জনা এবং উত্তরণের কাহিণী সুনিপুণ ভাবে বোনা হয়েছে এই ছবিতে। পাওয়া যাবে নেটফ্লিক্সে। পাওলি দাম এবং পরমব্রতর মতো চেনা মুখদেরও দেখতে পেয়ে যাবেন এই ছবিতে।

বুলবুল- গত বছর লকডাউনের সময় এই ছবি মুক্তি পেয়েছিল। বলিউড পেয়ে গিয়েছিল এক নতুন হিরোইন তৃপ্তি দামরী। মেয়েদের জীবনের প্রতিটি লাঞ্ছনা-গঞ্জনা এবং উত্তরণের কাহিণী সুনিপুণ ভাবে বোনা হয়েছে এই ছবিতে। পাওয়া যাবে নেটফ্লিক্সে। পাওলি দাম এবং পরমব্রতর মতো চেনা মুখদেরও দেখতে পেয়ে যাবেন এই ছবিতে।

4 / 6
পাঙ্গা- ব্যক্তিগত জীবনে বারেবারেই বেফাঁস মন্তব্যের জেরে শিরোনামে থাকেন কঙ্গনা। কিন্তু অভিনয়ের দিক দিয়ে তিনি 'পাঙ্গা' নিতেই ভালবাসেন। মা হওয়া মানেই স্বপ্নের শেষ নয়, শুরু...প্রমাণ করে এই ছবি, পাবেন হটস্টারে।

পাঙ্গা- ব্যক্তিগত জীবনে বারেবারেই বেফাঁস মন্তব্যের জেরে শিরোনামে থাকেন কঙ্গনা। কিন্তু অভিনয়ের দিক দিয়ে তিনি 'পাঙ্গা' নিতেই ভালবাসেন। মা হওয়া মানেই স্বপ্নের শেষ নয়, শুরু...প্রমাণ করে এই ছবি, পাবেন হটস্টারে।

5 / 6
স্কেটার গার্ল- সম্প্রতি মুক্তি পেয়েছে এই ছবি নেটফ্লিক্সে। শুধু পিতৃতন্ত্র নয় জাতি-ধর্ম বিভাজনের বিরুদ্ধেও কথা বলে এই ছবি। ব্যক্তি করে গ্রামের এক সাধারণ কিশোরীর স্কেটবোর্ড ভালবাসার এক মিষ্টি কাহিনী।

স্কেটার গার্ল- সম্প্রতি মুক্তি পেয়েছে এই ছবি নেটফ্লিক্সে। শুধু পিতৃতন্ত্র নয় জাতি-ধর্ম বিভাজনের বিরুদ্ধেও কথা বলে এই ছবি। ব্যক্তি করে গ্রামের এক সাধারণ কিশোরীর স্কেটবোর্ড ভালবাসার এক মিষ্টি কাহিনী।

6 / 6
Follow Us: