তাঁর গোটা কুন্দ্রা পরিবারের প্রায় প্রত্যেকে করোনা আক্রান্ত। সোমবার নিজের ইনস্টা হ্যান্ডেলে শিল্পা শেট্টি জানান যে এমন এক কোভিড পরিস্থিতিতে সোশ্যাল মিডিয়া থেকে বিরতি নেওয়া ভাল। অভিনেত্রী তাঁর ইনস্টা হ্যান্ডেলে নিজের একটি ছবি পোস্ট করে ক্যাপশনে লেখেন, ‘আমাদের চারপাশে যা কিছু ঘটছে তা দেখে আপনি যদি বিহ্বল হয়ে পড়েন তবে সোশ্যাল মিডিয়া থেকে বিরতি নেওয়া ঠিক। যাঁরা কোভিড -১৯ এর বিরুদ্ধে লড়াই করা মানুষদের সাহায্য করছেন বা অন্যকে তাঁদের প্রয়োজনীয় সংস্থানগুলি খুঁজতে সহায়তা করছেন, বুঝতে পারছি তাঁদের অবস্থা। এই লড়াই আমাদের কারও পক্ষে সহজ নয়। কিছুক্ষণ অব্যাহতি নিন।
আরও পড়ুন দু’ভাইয়ের সম্পর্কে ফাটল? ‘মতপার্থক্য’ নিয়ে মুখ খুললেন নওয়াজের ভাই শামাস
আপনাকে মানসিকভাবে এমন জায়গায় থাকতে হবে, আপনাকে নিজের পায়ে দাঁড়িয়ে চিন্তা করতে হবে অন্যকে কীভাবে সাহায্য করা যেতে পারে। নিজেকে শক্তিশালী করতে যা করা যেতে পারে তা করুন এবং শক্তিশালী হয়ে ফিরে আসুন। শক্ত থাকুন, নিরাপদে থাকুন!’
শিল্পা যে ছবিটি শেয়ার করেছেন তাতে মার্কিনি লেখক অড্রে লর্ডের এক লেখা রয়েছে, ‘স্ব-যত্ন যত্ন-প্রবণতা নয়, এটি স্ব-সংরক্ষণ’।
গত ৭ মে শিল্পা তাঁর সোশ্যাল হ্যান্ডেলে জানান যে তাঁর গোটা পরিবার কোভিডে আক্রান্ত। গত মাসে মানসিকভাবে কতটা সুস্থ থাকবেন তার টিপস দিয়েছিলেন নায়িকা। নিজের এক্সারসাইজের ছবি শেয়ার করে শিল্পা লেখেন যদি এক নতুন আগামী চাও তাহলে তাহলে নিজের অতীতের চেয়েও বেশী পরিশ্রম করো। তিনি আরও সংযোজন করেন এতদিন অবধি আমি শুধুমাত্র আমার শারীরিক সুস্থতার দিকেই নজর দিতাম। কিন্তু গত কয়েকবছরে আমার চিন্তাধারার বদল ঘটেছে।