AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

শুটিং শেষ ‘মিঠিঝোরা’ ধারাবাহিকের, রাই-নীলুর গল্প আর দেখা যাবে না

দুই নামী বিনোদন চ্যানেলে সামনের তিন মাসে প্রায় ছ' টা নতুন ধারাবাহিকের লঞ্চ রয়েছে। তাই কিছু ধারাবাহিক সামনেই বন্ধ হবে। কিছু দর্শকের পছন্দের হলেও টিআরপি তালিকায় প্রথম দশে না থাকলে ধারাবাহিক বন্ধ করে দেওয়া হয় অনেক সময়ে।

শুটিং শেষ 'মিঠিঝোরা' ধারাবাহিকের, রাই-নীলুর গল্প আর দেখা যাবে না
| Edited By: | Updated on: Jun 25, 2025 | 7:35 PM
Share

জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক ‘মিঠিঝোরা’। এই ধারাবাহিকে তিন বোনের গল্প দেখা যেত। আরাত্রিকা মাইতির সঙ্গে সুমন দে-র জুটি বেশ পছন্দ ছিল দর্শকদের। মেজ বোনের চরিত্রে অভিনয় করতেন দেবাদৃতা বসু। এই ধারাবাহিকের প্রধান খলনায়িকার চরিত্রটি করতেন দেবাদৃতা। তবে তাঁর চরিত্রে পরিবর্তন আসে। দেবাদৃতার বিপরীতে এই মুহূর্তে দেখা যাচ্ছিল মৈনাক বন্দ্যোপাধ্যায়কে। খোঁজ নিয়ে জানা গেল, ২৫জুন এই ধারাবাহিকের শুটিং শেষ হচ্ছে। সামনে কিছু দিন ধারাবাহিকটা দেখা যাবে। তবে আর বেশি দিন নয়। এমনিতে জি বাংলায় নতুন ধারাবাহিক আসছে। প্রতীক সেন অভিনীত ‘দাদামণি’ কবে থেকে শুরু হবে, তা এখনও ঘোষণা করা হয়নি।

বাংলায় অনেক ধারাবাহিক তিন মাসে বন্ধ করে দেওয়া হয়। টিআরপি ভালো না হওয়ার কারণে। ‘মিঠিঝোরা’ শুরু হওয়ার পর একবার স্লট বদল হয়েছিল। তবে তারপর থেকেই জনপ্রিয়তা পেয়েছে এই ধারাবাহিক। বহু সপ্তাহ স্লট লিডার থেকেছে। এই ধারাবাহিকে রাইয়ের চরিত্র করে সব সময়ে চর্চায় থেকেছেন আরাত্রিকা মাইতি। আরাত্রিকাকে পরিচালক সৃজিত মুখোপাধ্যায়ের ছবি ‘লহো গৌরাঙ্গের নাম রে’-তে অভিনয় করতে দেখা যাবে। যেহেতু ‘মিঠিঝোরা’-র শুটিং শেষ হয়ে যাচ্ছে, তাই এরপর আরাত্রিকা কোন ধারাবাহিকে কাজ করবেন, সেই দিকে নজর থাকবে।

দুই নামী বিনোদন চ্যানেলে সামনের তিন মাসে প্রায় ছ’ টা নতুন ধারাবাহিকের লঞ্চ রয়েছে। তাই কিছু ধারাবাহিক সামনেই বন্ধ হবে। কিছু দর্শকের পছন্দের হলেও টিআরপি তালিকায় প্রথম দশে না থাকলে ধারাবাহিক বন্ধ করে দেওয়া হয় অনেক সময়ে।