AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

আগের ‘ভুল’ আর নয়! সোহিনীর সঙ্গে সম্পর্কে আরও একধাপ এগোলেন শোভন?

Sohini Sarkar: শোভনের জীবন বর্ণময়। সোহিনী সরকারের আগে তাঁর প্রেমিকা ছিলেন স্বস্তিকা দত্ত। বেশ মাখোমাখো প্রেম ছিল তাঁদের। তবে সেই প্রেম ভেঙে যায় গত বছরের মাঝামাঝি।

আগের 'ভুল' আর নয়! সোহিনীর সঙ্গে সম্পর্কে আরও একধাপ এগোলেন শোভন?
শোভন এবং সোহিনী।
| Updated on: Jan 23, 2024 | 2:17 PM
Share

এই তো মাস কয়েক আগের ঘটনা। অভিনেত্রী সোহিনী সরকারের সঙ্গে ছবি দিয়েও মুছে দিয়েছিলেন গায়ক শোভন গঙ্গোপাধ্যায়। তবে সেই ছবি দেওয়ার কিছুক্ষণের মধ্যেই তা মুছে দিয়েছিলেন শোভন। তবে আগের ‘ভুল’ আর নয়। আর নয় ‘লুকোচুরি’ও। আর সম্পর্ক লুকিয়ে রাখলেন না তিনি। শুভ দিনেই এভাবেই সম্পর্ককে করলেন ‘ইনস্টা ভেরিফায়েড’। একসঙ্গে ছবি দিয়ে যেন বুঝিয়ে দিলেন অনেক কিছুই। না, এবার আর মুছে ফেলা নয়। শোভনের ইনস্টাগ্রামে উঁকি দিলে এখনও দেখা যাচ্ছে সেই ছবি।

শোভনের জীবন বর্ণময়। সোহিনী সরকারের আগে তাঁর প্রেমিকা ছিলেন স্বস্তিকা দত্ত। বেশ মাখোমাখো প্রেম ছিল তাঁদের। তবে সেই প্রেম ভেঙে যায় গত বছরের মাঝামাঝি। তারও আগে শোভনের প্রেমিকা ছিলেন ইমন চক্রবর্তী। শোনা যায়, পারিবারিক আপত্তির কারণে সেই প্রেমেও পড়ে বাধা। অন্যদিকে শোভনের আগে অভিনেতা রণজয় বিষ্ণুর সঙ্গে প্রেম ছিল সোহিনীর। সেই প্রেমেও বিচ্ছেদ হয়েছে কিছু মাস আগেই। এই মুহূর্তে শোভনেই মজেছেন সোহিনী, টলিপাড়ায় কান পাতলে শোনা যাচ্ছে এমনটাই।

গত বছর নভেম্বরে ফেসবুকে সোহিনীকে জড়িয়ে একটি ছবি দিয়েছিলেন শোভন। সেই ছবিতে লিখেছিলেন, “শেষ সবকিছু তোমার জন্য তোলা থাকল।’ যদিও পরে সেই পোস্ট মুছে দেন শোভন। তবে এবার সে সব নয়। শীত পড়তেই শোভনের মন জুড়ে বসন্তের ছোঁয়া।