এই প্রথম দ্বৈত ভূমিকায় অভিনয় করতে চলেছেন শ্রদ্ধা কাপুর

রণজিৎ দে |

Apr 03, 2021 | 7:16 PM

হিন্দি সিনেমার ইতিহাসে ‘চালবাজ’ কালজয়ী ছবি। শ্রীদেবী একাই এই ছবি টেনে নিয়ে গিয়েছিলেন। এবার শ্রদ্ধা কাপুরের পালা।

এই প্রথম দ্বৈত ভূমিকায় অভিনয় করতে চলেছেন শ্রদ্ধা কাপুর
শ্রীদেবী-শ্রদ্ধা

Follow Us

শ্রদ্ধা কাপুর এই মুহূর্তে বলিউডের অন্যতম ব্যস্ত নায়িকা। আরও একটা নতুন ছবির অফার শ্রদ্ধার ঝুলিতে। এই প্রথম দ্বৈত ভূমিকায় অভিনয় করবেন তিনি। ছবির নাম ‘চালবাজ ইন লন্ডন’।

হিন্দি সিনেমার ইতিহাসে ‘চালবাজ’ কালজয়ী ছবি। শ্রীদেবী একাই এই ছবি টেনে নিয়ে গিয়েছিলেন। তিনিও এই ছবিতে দ্বৈত ভূমিকায় অভিনয় করেছিলেন। এবার শ্রদ্ধা কাপুরের পালা। ‘চালবাজ ইন লন্ডন’ পরিচালনাও করছেন ‘চালবাজ’-এর পরিচালক পঙ্কজ পরাশর। তবে নতুন ছবিটি আগের ছবির রিমেক কি না তা অবশ্য বলেননি পরিচালক। তবে এই ছবির পুরো শুটিংটাই হবে লন্ডনে। ছবিটি প্রযোজনা করছেন ভূষণ কুমার এবং আহমেদ খান।

‘চালবাজ ইন লন্ডন’-এ মুখ্য চরিত্রে অভিনয় করার সুযোগ পেয়ে খুবই খুশি শ্রদ্ধা। তিনি বলেন, “আমি সত্য়ি ভাগ্যবান যে পরিচালক-প্রযোজকরা আমায় এই ছবিতে অভিনয়ের সুযোগ দিয়েছেন।এই প্রথম আমি দ্বৈত ভূমিকায় অভিনয় করছি। আমার কাছে এটা খুব চ্যালেঞ্জিং। এই চরিত্র অভিনয় করা খুব বড় দায়িত্বের কাজ। ভূষণ স্যর এবং আহমেদ স্যর যে আমার ওপর ভরসা রেখেছেন তাতেই আমি খুশি। এছাড়া পঙ্কজ স্যরের সঙ্গে কাজ করার যে সুযোগ পেয়েছি সেটা আমার কাছে খুব বড় পাওয়া। আমি অনেক কিছু শিখতে পারব ওঁর থেকে।”

পরিচালক পঙ্কজ পরাশরও শ্রদ্ধা কাপুরকে পেয়ে খুব খুশি। তিনি জানিয়েছেন শ্রদ্ধা পর্দায় ম্যাজিক করতে পারেন। এই ছবির জন্য শ্রদ্ধাই পারফেক্ট। প্রযোজকরাও শ্রদ্ধাকে পেয়ে খুব খুশি। আহমেদ খান জানিয়েছেন শ্রদ্ধার কমিক সেন্স অনেকের থেকে ভাল। তিনি ছাড়া এই চরিত্র আর কেউ ফুটিয়ে তুলতে পারবেন না। ‘বাগি ৩’-এর পর আহমেদ খান এবং শ্রদ্ধা কাপুর ফের এই ছবিতে জুটি বাঁধছেন।

আরও পড়ুন :‘মাস্টার’-এর হিন্দি রিমেকে থাকছেন ভাইজান?

শ্রদ্ধা কাপুর এই মুহূর্তে লুভ রঞ্জনের একটি ছবির শুটিংয়ে ব্যস্ত। এই ছবিতে শ্রদ্ধার বিপরীতে রয়েছেন রণবীর কাপুর।

Next Article