‘গাল্লি বয়’ করার পর অভিনেতা সিদ্ধান্ত চর্তুবেদিকে আর পেছন ফিরে তাকাতে হয়নি। একটার পর একটা ছবির অফার আসছে ওঁর কাছে। সম্প্রতি পরিচালক শকুন বাত্রার একটি ছবিতে দীপিকা পাডুকোনার সঙ্গে অভিনয় করলেন সিদ্ধান্ত। কেরিয়ারের প্রথম দিকেই দীপিকা পাডুকোনের মত ‘হেভি ওয়েট’ অভিনেত্রীর বিপরীতে কাজ করতে পারাটা মুখের কথা নয়! স্বাভাবিকভাবেই দীপিকার সঙ্গে স্ক্রিন শেয়ার করতে গিয়ে একটু নার্ভাস হয়ে গিয়েছিলেন সিদ্ধান্ত চর্তুবেদি।
কেমন ছিল শুটিংয়ের অভিজ্ঞতা? একটি সাক্ষাৎকারে সিদ্ধান্ত বলেছেন “ দীপিকা প্রচণ্ড ট্যালেন্টেড একজন অভিনেত্রী। দীপিকা আমার সিনিয়র এবং আমার দেখা সুন্দরীদের মধ্যে একজন। আমি সত্যি ওঁর সঙ্গে স্ক্রিন শেয়ার করতে গিয়ে নার্ভাস হয়ে গিয়েছিলাম। শুটিং শুরু হওয়ার আগে খুব টেনশনে ছিলাম। অবশ্য ভালয় ভালয় তা মিটে গেছে।” সিদ্ধান্ত জানিয়েছেন শুটিং যখন থাকত না, তাঁরা একসঙ্গে ডিনার করতেন। এই পরিবেশটার জন্যই তিনি দীপিকার সঙ্গে আরও সহজ হতে পেরেছেন। দীপিকাকে নিয়ে আপ্লুত সিদ্ধান্ত। তিনি আরও জানিয়েছেন দীপিকা একজন স্বতঃস্ফূর্ত অভিনেত্রী। শুটিং শুরু হওয়ার আগে চরিত্রটার মধ্যে এতটাই ঢুকে পড়েন দীপিকা যে ওঁর অভিনয় এতটা ন্যাচারাল হয়।
আরও পড়ুন :মান্যতার হাতের খাবার খেয়েই নাদিয়াকে ছেড়ে তৃতীয় বার বিয়ের পিঁড়িতে বসেছিলেন ‘মুগ্ধ’ সঞ্জয়
শকুন বাত্রার এই ছবির নাম এখনও ঠিক হয়নি। এই ছবিতে দীপিকা পাডুকোন ছাড়াও আছেন অনন্যা পাণ্ডে। এই ছবি মূলত ডোমেস্টিক ড্রামা। এই ছবির কাজ শেষ করেই সিদ্ধান্ত নতুন ছবির শুটিং শুরু করেছেন। ছবির নাম ‘ফোন বুথ’। এই ছবিতে অভিনয় করছেন ক্যাটরিনা কাইফ এবং ইশান খট্টর।