আজ, রোববার অভিনেতা সিদ্ধার্থ মালহোত্রা ফ্যানদের দিলেন ছুটির দিনের এক নতুন উপহার। পোস্ট করলেন তাঁর নতুন মিউজিক ভিডিওর টিজার। ‘বার বার দেখো’-র অভিনেতা ইনস্টাগ্রামে প্রকাশ করলেন ফার্স্ট লুক। ক্যাপশানে লিখলেন, ‘একেবারে প্রেমে পড়ার জন্য প্রস্তুত হন।’
আরও পড়ুন পর্ন ভিডিও শুট এবং ওয়েবসাইটে আপলোড করায় গ্রেফতার অভিনেত্রী
মিউজিক ভিডিওতে সিদ্ধার্থের বিপরীতে অভিনয় করছেন অভিনেত্রী নেহা শর্মা। ভিডিওতে সিদ্ধার্থ এক ক্যাফেতে কাজ করেন। আর একটি মেয়ে (নেহা) সেই ক্যাফেতে আসেন। তবে ঠিক কোথায় তাঁদের এই একটু একটু ভালবাসা পূর্ণতা পায় কি না তা অবশ্য ২২ সেকেন্ডের টিজারে বোঝা যায়নি।
মিউজিক ভিডিওটি পরিচালনা করেছেন বস্কো লেসলি মার্টিজ।
প্রায় তিন বছর ধরে সে ছবি নিয়ে জল্পনা চলছিল বলিউডের অন্দরমহলে। ছবির নাম ‘আঁখে-২’। বহুবার সেই ছবির কাস্টিং লিস্ট বদলেছে। শোনা যাচ্ছে সিদ্ধার্থ মালহোত্রা (Sidharth Malhotra) এবং অমিতাভ বচ্চন (Amitabh Bachchan) ‘আঁখে-২’-তে রয়েছেন। তবে তিনি ভিলেন না হিরোর চরিত্রে থাকছেন তা খোলসা করেননি। তবে রিপোর্ট অনুযায়ী সিদ্ধার্থ একজন দৃষ্টিহীন মানুষের চরিত্রে অভিনয় করতে চলেছেন। শোনা যাচ্ছে নতুন ‘আঁখে-২’ ছবিতে সে সব উপাদানই থাকবে যা ‘আঁখে’ (২০০২) ছবিতে ছিল। একেবারে নতুন গল্পে সাজানো হবে ‘আঁখে-২’।
‘আঁখে-২’ ছাড়াও সিদ্ধার্থের পাইপলাইনে রয়েছে বেশ কিছু ছবি। অজয় দেবগণ ও রকুল প্রীতের সঙ্গে তিনি ‘থ্যাঙ্ক গড’ ছবিতে অভিনয় করছেন। এছাড়াও রয়েছে ‘শেরশাহ’, ‘মিশন মঞ্জু’ ছবিতেও দেখা যাবে সিদ্ধার্থ মালহোত্রাকে।
আজ, রোববার অভিনেতা সিদ্ধার্থ মালহোত্রা ফ্যানদের দিলেন ছুটির দিনের এক নতুন উপহার। পোস্ট করলেন তাঁর নতুন মিউজিক ভিডিওর টিজার। ‘বার বার দেখো’-র অভিনেতা ইনস্টাগ্রামে প্রকাশ করলেন ফার্স্ট লুক। ক্যাপশানে লিখলেন, ‘একেবারে প্রেমে পড়ার জন্য প্রস্তুত হন।’
আরও পড়ুন পর্ন ভিডিও শুট এবং ওয়েবসাইটে আপলোড করায় গ্রেফতার অভিনেত্রী
মিউজিক ভিডিওতে সিদ্ধার্থের বিপরীতে অভিনয় করছেন অভিনেত্রী নেহা শর্মা। ভিডিওতে সিদ্ধার্থ এক ক্যাফেতে কাজ করেন। আর একটি মেয়ে (নেহা) সেই ক্যাফেতে আসেন। তবে ঠিক কোথায় তাঁদের এই একটু একটু ভালবাসা পূর্ণতা পায় কি না তা অবশ্য ২২ সেকেন্ডের টিজারে বোঝা যায়নি।
মিউজিক ভিডিওটি পরিচালনা করেছেন বস্কো লেসলি মার্টিজ।
প্রায় তিন বছর ধরে সে ছবি নিয়ে জল্পনা চলছিল বলিউডের অন্দরমহলে। ছবির নাম ‘আঁখে-২’। বহুবার সেই ছবির কাস্টিং লিস্ট বদলেছে। শোনা যাচ্ছে সিদ্ধার্থ মালহোত্রা (Sidharth Malhotra) এবং অমিতাভ বচ্চন (Amitabh Bachchan) ‘আঁখে-২’-তে রয়েছেন। তবে তিনি ভিলেন না হিরোর চরিত্রে থাকছেন তা খোলসা করেননি। তবে রিপোর্ট অনুযায়ী সিদ্ধার্থ একজন দৃষ্টিহীন মানুষের চরিত্রে অভিনয় করতে চলেছেন। শোনা যাচ্ছে নতুন ‘আঁখে-২’ ছবিতে সে সব উপাদানই থাকবে যা ‘আঁখে’ (২০০২) ছবিতে ছিল। একেবারে নতুন গল্পে সাজানো হবে ‘আঁখে-২’।
‘আঁখে-২’ ছাড়াও সিদ্ধার্থের পাইপলাইনে রয়েছে বেশ কিছু ছবি। অজয় দেবগণ ও রকুল প্রীতের সঙ্গে তিনি ‘থ্যাঙ্ক গড’ ছবিতে অভিনয় করছেন। এছাড়াও রয়েছে ‘শেরশাহ’, ‘মিশন মঞ্জু’ ছবিতেও দেখা যাবে সিদ্ধার্থ মালহোত্রাকে।