AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

বিয়ে করলেন অন্তরা মিত্র, ‘কিশোরী’ গায়িকার পাত্র কে?

২০০৬ সালে ইন্ডিয়ান আইডল থেকেই নজর কাড়েন এই অন্তরা। রাতারাতিই জনপ্রিয় হয়েছিলেন তিনি। অন্তরার প্রথম বড় ব্রেক শাহরুখ খান ও কাজল অভিনীত দিলওয়ালে ছবির রং দে তু মোহে গেরুয়া গানটি। অরিজিৎ সিংয়ের সঙ্গে জুটি বেঁধে অন্তরার এই গান চার্ট বাস্টারে সুপারহিট হয়। এরপর বলিউড থেকে টলিউড, দক্ষিণের বহু ছবিতেই গান গাইতে দেখা গিয়েছে অন্তরাকে।

বিয়ে করলেন অন্তরা মিত্র, 'কিশোরী' গায়িকার পাত্র কে?
Antara Mitra
| Updated on: Nov 26, 2025 | 1:11 PM
Share

তেমন ঢাকঢোল পিটিয়ে নয়। বরং চুপিসাড়েই বিয়েটা সেরে ফেরলেন জনপ্রিয় গায়িকা অন্তরা মিত্র। মঙ্গলবার রাতে ছিমছাম ভাবেই সাত পাকে বাঁধা পড়লেন সুপারহিট কিশোরী গানের গায়িকা। লাল বেনারসি, সঙ্গে মানানসই গয়না. কপালে হালকা চন্দনের কল্কা। ছিমছাম সাজেই মনের মানুষের গলায় মালা দিলেন অন্তরা।

কাকে বিয়ে করলেন গায়িকা?

২০০৬ সালে ইন্ডিয়ান আইডল থেকেই নজর কাড়েন এই অন্তরা। রাতারাতিই জনপ্রিয় হয়েছিলেন তিনি। অন্তরার প্রথম বড় ব্রেক শাহরুখ খান ও কাজল অভিনীত দিলওয়ালে ছবির রং দে তু মোহে গেরুয়া গানটি। অরিজিৎ সিংয়ের সঙ্গে জুটি বেঁধে অন্তরার এই গান চার্ট বাস্টারে সুপারহিট হয়। এরপর বলিউড থেকে টলিউড, দক্ষিণের বহু ছবিতেই গান গাইতে দেখা গিয়েছে অন্তরাকে। সম্প্রতি দেবের খাদান ছবির কিশোরী গানে রীতিমতো তাক লাগান তিনি। তবে নিজের কেরিয়ার নিয়ে নানা সময়ে কথা বললেও, ব্যক্তিগত জীবন নিয়ে কখনই মুখ খুলতে দেখা যায়নি অন্তরা। আর সেই কারণেই অন্তরার প্রেমকাব্য সবার কাছে গোপনই ছিল।

জানা যায়, শৌর্যর সঙ্গে বেশ কয়েকবছরের প্রেমের সম্পর্ক অন্তরার। মঙ্গলবার সেই প্রেমের মানুষ, মনের মানুষকেই জীবনসঙ্গী হিসেবে বেছে নিলেন অন্তরা। খুব কাছের মানুষদের সাক্ষী রেখেই চার হাত এক হল অন্তরা ও শৌর্যের। জানা গিয়েছে, বিয়ের নানা অনুষ্ঠান মিটলেই, বিদেশে হানিমুনের জন্য উড়ে যাবেন নবদম্পতি। হানিমুন থেকে ফিরে ‘রিসেপশন’-এর পরিকল্পনা করেছেন অন্তরা। শোনা যাচ্ছে, ডিসেম্বরে বড় করে খাওয়াদাওয়ার আয়োজন করবেন অন্তরা ও শৌর্য।