ব্যক্তিগত জীবনকে খুব একটা প্রকাশ্যে আনতে চান না জনপ্রিয় সঙ্গীতশিল্পী জোজো মুখোপাধ্যায়। বরং কেউ যদি তাঁর পরিবারকে নিয়ে কখনও কোনও কু-মন্তব্য করেন, তাহলে একহাত নেন। এরকম ঘটেছেও সম্প্রতি। জোজোর ছেলেকে নিয়ে সোশাল মিডিয়ায় আপত্তিজনক কথা বলার জন্য, সোশাল মিডিয়ায় লাইভে এসে রীতিমতো ক্ষোভ উগড়ে দিয়েছিলেন জোজো। তবে এবার ক্ষোভ নয়, বরং ৩১তম বিবাহবার্ষিকী উপলক্ষে গত সপ্তাহে স্বামীকে লিখলেন খোলা চিঠি। আর সেই খোলাচিঠিতেই স্বামীর প্রতি ভালাবাসা উজাড় করলেন জোজো।
তা ঠিক কী লিখেছেন জোজো?
জোজো তাঁর সোশাল মিডিয়ানিয় কয়েকটি ছবি পোস্ট করেছেন। যে ছবিতে স্বামীর সঙ্গে রয়েছেন তিনি। সেই ছবিকে সঙ্গী করে লম্বা পোস্টে জোজো লিখলেন, ”দুজনকে ৩১ বছরের বিবাহবার্ষিকীর শুভেচ্ছা। আমি ভাবতেই পারছি না যে কীভাবে ৩১টা বছর কেটে গেল। জীবনের প্রচুর ওঠাপড়ার মধ্যে আমরা সত্যি ঈশ্বরের আশীর্বাদ পেয়েছি। খারাপ সময়ে, খুবই খারাপ সময়ে দুজনে পাশাপাশি ছিলাম। অনেকেই বলে দূরত্ব বাড়লে সম্পর্ক নাকি টেকে না। কিন্তু কাজের কারণে আমরা যেদিন থেকে আলাদা রয়েছি, ততই যেন আমাদের সম্পর্ক দৃঢ় হয়েছে। ”
স্বামীকে লেখা খোলা চিঠিতে জোজো আরও লেখেন, ” আমরা বয়সের সঙ্গে পরিণত হয়েছি। আর তুমিই আমাকে পরিণত নারী করে তুলেছো। একটা সুন্দর মেয়ে দিয়েছো। সবচেয়ে বড় ব্যাপার আমাকে নিজের শর্তে বাঁচতে শিখিয়েছো। তোমার শরীর, মন সব ভাল থাকুক। আশা করি খুব শীঘ্রই আমরা ৫০ তম বিবাহবার্ষিকী পালন করব। ”
প্রসঙ্গত, ছেলেকে নিয়ে একাই থাকেন জোজো। মেয়ে চাকরি সূত্রে শহরের বাইরে। এমনিতে স্বামী কিংশুক মুখোপাধ্যায়কে নিয়ে কখনই কোনও কিছু বলতে শোনা যায়নি জোজোকে। এই প্রথম খোলা চিঠিতে মনের কথা লিখলেন সঙ্গীতশিল্পী।