স্বরলিপি ভট্টাচার্য |
May 08, 2021 | 6:40 PM
সুস্মিতা সেন- ২৫ বছর বয়সে প্রথম কন্যা সন্তান রেনেকে দত্তক নেন প্রাক্তন মিস ইউনিভার্স সুস্মিতা সেন। তার ঠিক ১০ বছপ পরে তিন মাস বয়সী আরও এক কন্যা সন্তানকে দত্তক নেন। নাম দেন আলিশা। বিয়ে না করেও সংসার করতে এবং সিঙ্গল মাদার হিসেবে দুই মেয়ের দায়িত্ব সামলাতে সুস্মিতার কোনও সমস্যা হয়নি।
নীনা গুপ্তা- মাসাবা গুপ্তাকে তাঁর এবং ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটার ভিভ রিচার্ডসের ভালবাসার সন্তান হিসেবে ঘোষণা করতে নীনার কোনও সমস্যা হয়নি। নিঃসন্দেহে এটা সাহসী পদক্ষেপ ছিল। ভিভকে বিয়ে না করলেও পরে বিয়ে করেছিলেন নীনা। সে দাম্পত্যও দীর্ঘস্থায়ী হয়নি। তবে মাসাবাকে একাই বড় করেছেন।
পূজা বেদী- ১৯৯০-এ ব্যবসায়ী ফারহান ইব্রাহিমকে বিয়ে করেছিলেন বলিউড অভিনেত্রী তথা টক শো হোস্ট পূজা বেদী। তাঁদের দুই সন্তান ওমর এবং আলিয়া। কিন্তু দাম্পত্য দীর্ঘস্থায়ী হয়নি। পরে পূজা পর্যায়ক্রমে আদিত্য পাঞ্চোলি, হানিফ হিলাল, আকাশদীপ সেহগালের সঙ্গে ডেট করেছেন। কিন্তু দুই সন্তানকে একার দায়িত্বেই বড় করে তুলেছেন।
পুনম ধীলো- চলচ্চিত্র নির্মাতা অশোক তাকিরাকে বিয়ে করেন বলি অভিনেত্রী পুনম। তাঁদের দুই সন্তান আনমোল এবং পালোমা। দাম্পত্য বিচ্ছেদ হওয়ার পর থেকেই দুই সন্তানকে একাই বড় করেছেন অভিনেত্রী।
করিশ্মা কাপুর- সঞ্জয় কাপুরের সঙ্গে বিবাহ বিচ্ছেদের পর দুই সন্তান সামাইরা এবং কিয়ানকে নিজের কাছে রেখে বড় করছেন করিশ্মা। তিনি এক কথায় বহু সিঙ্গল মাদারের কাছে অনুপ্রেরণা।
অমৃতা সিং- ২০০৪-এ সইফ আলি খানের সঙ্গে দাম্পত্য বিচ্ছেদ হয়ে যায় অমৃতা সিংয়ের। তাঁদের দুই সন্তান সারা এবং ইব্রাহিমের সঙ্গে সইফের আগাগোড়া যোগাযোগ ছিল, একথা ঠিক। কিন্তু দুই সন্তান বড় হয়েছে মায়ের কাছেই।