‘আমায় এখানে আমন্ত্রণ জানিয়েছেন…’, ঘরের বায়োস্কোপে এসে কী বলেছিলেন সোহম

Nov 22, 2024 | 2:21 PM

Soham Chakraborty: সেরার সেরাদের বাছাই করে নেওয়া হয়েছিল। ওটিটি থেকে টেলিভিশন, বাদ পড়েনি কেউ-ই। TV9 বাংলার এই প্রয়াসে সামিল হয়েছিলেন অভিনেতা সোহম চক্রবর্তী। অ্যাওয়ার্ড শো-এর রেড কার্পেটে দাঁড়িয়ে কী বলেছিলেন সোহম?

আমায় এখানে আমন্ত্রণ জানিয়েছেন..., ঘরের বায়োস্কোপে এসে কী বলেছিলেন সোহম

Follow Us

বাংলার সব থেকে বড় টিভি-ওটিটি অ্যাওয়ার্ড শো ঘরের বায়োস্কোপ। ২০২৩ সাল, অর্থাৎ প্রথম বছরেই কাঁপিয়ে ছিল রাতের কলকাতা। মঞ্চে হাজির হয়েছিলেন টলিপাড়ার দাপুটে নক্ষত্ররা। একরাশ তারাদের উপস্থিতিতে জমে উঠেছিল আসর। শহরের পাঁচতারা হোটেলে, এক ছাদের তলায় জমে উঠেছিল বর্ষার এক সন্ধে। শিল্পীদের তাঁদের কাজের জন্য সম্মান জানিয়েছিল TV9 বাংলা। সেরার সেরাদের বাছাই করে নেওয়া হয়েছিল। ওটিটি থেকে টেলিভিশন, বাদ পড়েনি কেউ-ই। TV9 বাংলার এই প্রয়াসে সামিল হয়েছিলেন অভিনেতা সোহম চক্রবর্তী। অ্যাওয়ার্ড শো-এর রেড কার্পেটে দাঁড়িয়ে কী বলেছিলেন সোহম?

বাংলা ছবি ‘ছোট বউ’-এর সেই ছোট্ট ছেলেটাকে কে না মনে রেখছেন। সেই ছোট্ট ছেলে আজ আর ছোট্টটি নেই। সে এখন একজন পরিণত অভিনেতা এবং সেই সঙ্গেই শাসক দলের বিধায়ক। কেরিয়ার ও রাজনীতি, সমানতালে সামলে চলেছেন সোহম। গতবার TV9 বাংলার ঘরের বায়োস্কোপ অ্যাওয়ার্ডে এসে, এই উদ্যোগকে বড় পদক্ষেপ বলে স্বীকৃতি দিয়েছিলেন তিনি।

রেডকার্পেটে দাঁড়িয়ে সোহম বলেছিলেন, “এখানে আসতে পেরে খুব খুশি। আপনারা যে আমায় এখানে আমন্ত্রণ জানিয়েছেন সেটাই অনেক। আর অবশ্য়ই শিল্পীদের উৎসাহ দেওয়ার একটা প্ল্যাটফর্ম তৈরি করে দেওয়া এতটা উদ্যোগ।” শুধু তাই-ই নয়, শেষে আরও যোগ করেন, “এখানে স্বীকৃতির পাশাপাশি, শিল্পীরা আরও ভাল কাজ করার শক্তি ও উৎসাহ পাবে আগামী দিনে আরও ভাল কাজ করার। এরকম একটা অ্যাওয়ার্ড তাঁদের কাজে আরও একটা পদকল লাগিয়ে দেয়।”

এবারেও দেখতে দেখতে হাজির হয়ে গেল ঘরের বায়োস্কোপ ২০২৪। আর মাত্র কয়েকটা দিনের অপেক্ষা। ডিসেম্বরেই অনুষ্ঠিত হবে এই অ্যাওয়ার্ড শো। অপেক্ষায় পলক গুনছেন সকলে।

Next Article