সোনাম কাপুর, বরাবরই তাঁর বোল্ড উপস্থিতি দর্শকদের নজর কাড়ে। ছবির জগতে তাঁর যতটা দাপট, তার থেকে বেশি তিনি প্রতিষ্ঠিত ফ্যাশন দুনিয়ায়। একের পর এক তাঁর লুক সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়। সিনেপাড়ার এই ফ্যাশেনিস্তা মন খুলে কথা বলায় বিশ্বাসী। যে কোনও পরিস্থিতিতেই খোলা মনে সবটা শেয়ার করতে দ্বিধা বোধ করেন না তিনি। তাই তালিকা থেকে বাদ পড়েনি, জীবনের কঠিন-কঠোর স্মৃতিও। একবার ফিল্ম সমালোচক রাজিব মাসান্দকে দেওয়া এক সাক্ষাৎকারে ভয়ানক অভিজ্ঞতার কথা শেয়ার করেছিলেন তিনি। যে টক শোয়ে তাঁর সঙ্গে অংশ নিয়েছিলেন অনুষ্কা শর্মা, বিদ্যা বালান, রাধিকা আপটে ও আলিয়া ভাট। সেখানেই কথা প্রসঙ্গে তিনি নিজের ভয়ানক অভিজ্ঞতার কথা শেয়ার করে থাকেন।
সোনাম কাপুরের বয়স তখন মাত্র ১৩ বছর। সোনাম বলেন, ‘আমার মনে হয় শৈশবে অনেকেই যৌন হেনস্থার শিকার হয়ে থাকেন। আমিও হয়েছিলাম। আমি ভয় পেয়ে গিয়েছিলাম। তিন বছর কারও সঙ্গে এই বিষয় কথা বলার সাহস পাইনি। আমার সেই ঘটনা খুব স্পষ্টভাবে মনে আছে।’ এখানেই থামেননি তিনি, সেদিন ঠিক কী ঘটে জানান সোনাম। অভিনেত্রীর কথায়, ‘আমি বন্ধুর সঙ্গে সিনেমাহলে গিয়েছিলাম। যখন বিরতীতে আমি স্ন্যাক্স কিনতে ঢুকি, তখন পিছন থেকে এক ব্যক্তি এসে আমার স্তন চেপে ধরে। খুব স্বাভাবিকভাবেই আমার তখন স্তন হয়নি। আমি ভয় কাঁপতে থাকি। বুঝতে পারছিলাম না, আমার সঙ্গে এগুলো কি হচ্ছে। আমি ওখানে দাঁড়িয়ে কাঁদতে শুরু করে দিয়েছিলাম।’ তবে তিনি একা নন, এখন অনেক সেলেবই এই ধরনের বিষয় নিয়ে প্রকাশ্যে কথা বলছেন, মেয়েদের উদ্দেশে বার্তা দিচ্ছেন, ভয়ে মুখ বন্ধ করে না থাকতে, বরং যাঁরা ভুল করে চলেছেন, তাঁদের মুখোশ খুলে দিতে।