মঞ্চে দাঁড়িয়েই কেঁদে ফেললেন সোনু নিগম! গান গাইতে গাইতে হঠাৎ কী হল?
কয়েকদিন আগেই অনুষ্ঠান করতে কলকাতায় এসেছিলেন সোনু নিগম। কলকাতায় মঞ্চে দাঁড়িয়ে দর্শকদের ধমকও দিয়েছিলেন তিনি। সেই ভিডিও আগেই ভাইরাল হয়েছিল।

কয়েকদিন আগেই অনুষ্ঠান করতে কলকাতায় এসেছিলেন সোনু নিগম। কলকাতায় মঞ্চে দাঁড়িয়ে দর্শকদের ধমকও দিয়েছিলেন তিনি। সেই ভিডিও আগেই ভাইরাল হয়েছিল।
সোনু কলকাতার অনুষ্ঠানের যে ভিডিওটি ভাইরাল হয়েছে। সেখানে দেখা গিয়েছে, সবে শো শুরু করছেন সোনু। তখনও দর্শকরা মঞ্চের সামনে রাখা আসনে বসার জন্য তৈরি হচ্ছেন। কেউ কেউ সোনুকে দেখে দাঁড়িয়েও পড়েছেন। ঠিক সেই সময়ই মঞ্চ থেকেই চিৎকার করে উঠলেন সোনু। সোনু বললেন, যদি এত দাঁড়াতে ইচ্ছে করে তো, ভোটে গিয়ে দাঁড়ান। আমার সময় নষ্ট হচ্ছে। আমাকে একটা বাধাধরা সময়ের মধ্য়ে গান গাইতে হবে। তাই চুপচাপ বসে পড়ুন। এখানেই শেষ করেননি গায়ক। একই সঙ্গে বলে চললেন, তাড়াতাড়ি বসুন, নাহলে বেরিয়ে যান। জায়গাটা খালি করুন। আমার হাতে এতটাও সময় নেই।
এবার বেঙ্গালুরুর মঞ্চে দাঁড়িয়ে সোনু যা হাউ হাউ করে কেঁদে উঠলেন! তা হঠাৎ হলটা কী গায়কের?
সোনু তাঁর সোশাল মিডিয়ায় একটি ভিডিও পোস্ট করে জানিয়েছেন, বেঙ্গালুরুতে একটা অনুষ্ঠান ছিল। গাইতে গাইতে হঠাৎ ইমোশনাল হয়ে পড়লাম। কেঁদেই ফেললাম। বুঝতে পারলাম, এমন আবহ তৈরি হয়েছিল যে শ্রোতারাও কেঁদে ফেলেছে।
দুবছর আগে মারা যান সোনু নিগমের মা। আজও নাকি গান গাইলেন মায়ের কথা মনে পড়ে তাঁর। ‘ভুল ভুলাইয়া ৩’ ছবির ‘মেরে ঢোলনা’ গানটি গাওয়ার সময়ই কেঁদে ফেলেন বলে জানান সোনু। সোনুর এই ভিডিও ভাইরাল সোশাল মিডিয়ায়।
View this post on Instagram
