কলেজের মঞ্চে গাইছেন সোনু নিগম, হঠাৎই উড়ে এল পাথর, বোতল! তারপর যা ঘটল তা মারাত্মক

আকাশ মিশ্র |

Mar 25, 2025 | 3:11 PM

সোনু নিগমের সময়টা যেন ভালো যাচ্ছে না। যখনই মঞ্চে গাইতে উঠছেন, তখনই কোনও না কোনও বিপত্তি। কিছুতেই পরিস্থিতি সামলাতে পারছেন না সোনু।

কলেজের মঞ্চে গাইছেন সোনু নিগম, হঠাৎই উড়ে এল পাথর, বোতল! তারপর যা ঘটল তা মারাত্মক

Follow Us

সোনু নিগমের সময়টা যেন ভালো যাচ্ছে না। যখনই মঞ্চে গাইতে উঠছেন, তখনই কোনও না কোনও বিপত্তি। কিছুতেই পরিস্থিতি সামলাতে পারছেন না সোনু। এই যেমন, কলকাতায় অনুষ্ঠানে এসেও দর্শকদের সঙ্গে বচসায় জড়িয়ে ছিলেন সোনু, বেঙ্গালুরুতে কোমরে চোট। আর এবার রাজধানী দিল্লিতে মারাত্মক ঘটনার মুখে পড়লেন বলিউডের এই জনপ্রিয় গায়ক।

ঘটনাটা একটু বিশদে বলা যাক। দিল্লি টেকনোলজিক্যাল বিশ্ববিদ্য়ালয়ের ফেস্টের মঞ্চে গান গাইছিলেন সোনু। হঠাৎই দেখলেন, দর্শকের দিক থেকে মঞ্চে উড়ে আসছে পাথর, জলের বোতল। মঞ্চ প্রায় ভরে গেল পাথরে। প্রথমটায় ভ্যাবাচ্যাকা খেয়ে গিয়েছিলেন সোনু। মঞ্চের পিছন দিকে গিয়ে মাইকে বলতে শুরু করেন, আপনারা এমন কেন করছেন, আমি তো আপনাদের এনজয় করাতেই এসেছি। দয়া করে এটা বন্ধ করুন।

তবে এই ঘটনায় মাথা গরম না করে, মাথা ঠান্ডাই রেখেছিলেন সোনু। অনুরোধ করেছেন দর্শকদের। সঙ্গে জানিয়েছেন, তাঁর টিমের মেম্বাররা আহত হয়েছেন। পরে পরিস্থিতি সামাল দেয় কলেজ কর্তৃপক্ষ। কারা এমন কাজ করেছেন, তা জানতে  তদন্ত চলছে। তবে সোনু সুস্থই রয়েছেন।