সোনু সুদ দরদী মানুষ। কেউ বিপদে পড়লে সাহায্যের হাত বাড়িয়ে দেন। সোনু সুদের এই ‘রবিন হুড’ ইমেজ এখন সর্বজনবিদিত। কেউ কোনও সমস্যায় পড়লেই কড়া নাড়েন সোনু সুদের দোরগোড়ায়। তিনি যেন সাক্ষাৎ ‘মধুসূদন’।
কোনও সন্দেহ নেই, সোনু সুদ মানুষের জন্য অনেক করেন। লকডাউনের সময় তিনি যেভাবে পরিযায়ী শ্রমিকদের নিজের দায়িত্বে বাড়ি পৌঁছে দিয়েছিলেন, কোনও ‘ধন্যবাদ’-ই তাঁর জন্য যথেষ্ট নয়। কিন্তু কথায় আছে ‘মানুষ খেতে পেলে শুতে চায়’! তাদের চাহিদার লিস্ট যেন ‘দ্রৌপদীর শাড়ি’। শেষ হয়েও শেষ হয় না। সোনুর সোশ্যাল মিডিয়ার কমেন্ট-বক্সে হরেকরকম ‘সমস্যা’-র ভিড়। কেউ বাড়ি ভাড়া দিয়ে দিতে বলেন, কেউ ওষুধের বিল মিটিয়ে দিতে বলেন, কেউ আবার পড়াশোনার খরচ চালিয়ে দিতে বলেন। চাহিদার শেষ নেই।
क्यों नहीं..शादी के लिए मंत्र भी पढ़ दूंगा।
बस लड़की ढूंढने का कष्ट आप कर लें। ? https://t.co/M8qKx664O9— sonu sood (@SonuSood) March 16, 2021
সম্প্রতি নতুন এক ‘সমস্যা’ সমাধানের অনুরোধ এসেছে দেশের ‘রবিন হুড’-এর কাছে। সোনুর এক ভক্ত সোশ্যাল মিডিয়ায় তাঁকে জিজ্ঞেস করেছেন “স্যর, আপনি আমার বিয়েটা একটু দিয়ে দেবেন?” এধরণের ‘সমস্যা’ সামলাতে অবশ্য সোনু এখন বেশ পটু হয়ে গিয়েছেন। তিনি তাঁর তুখড় রসবোধ দিয়ে সমস্যা-সমাধান করেন। এবারেও তাই করেছেন। তিনি ওই ব্যক্তিকে তৎক্ষণাৎ উত্তর দিয়েছেন, “কেন নয়! আমি বিয়ের মন্ত্রটাও পড়ে দিতে পারি, শুধু তোমায় কষ্ট করে পাত্রীকে খুঁজে নিতে হবে।”
এরকম ‘চটুল’ সমস্যার গুঁতো সামলাতে অভ্যস্ত এখন সোনু সুদ। কিছুদিন আগেই ওঁকে একজন গাড়ি কিনে দিতে বলেন। সোনু রসবোধ দিয়েই তাঁর ফ্যানের সমস্যার সমাধান করেছেন। তিনি ওই ব্যক্তিকে বলেছেন, “ কষ্ট করে তুমি কেন ড্রাইভ করবে? আমিই গাড়িটা চালিয়ে দেব।”
আরও পড়ুন:আমিরের হাত ধরে বলিউডে প্রবেশ করতে চলেছে কোন অভিনেতা?
তবে অনেকে সত্যি সত্যিই বিপদে পড়ে সোনু সুদের দ্বারস্থ হন। তখন আর রসবোধ নয়, দু’হাত বাড়িয়ে তাঁদের সাহায্য করেন ‘রবিন হুড’ সোনু সুদ।