ক্যাটরিনার বোন ইজাবেল কইফের ডেবিউ ছবি। অভিনয়ে নবাগতা ইজাবেন এবং আদিত্য পাঞ্চোলির পুত্র সূরয পাঞ্চোলি। ছবির নাম ‘টাইম টু ডান্স’। নাম শুনেই বোঝা যাচ্ছে যে ভরপুর নাচ থাকছে ছবিতে। আজ্ঞে হ্যাঁ। ছবির পোস্টারেই মিলল তার প্রমাণ। একদিকে হেলে আছেন স্বল্প বসন পরিহিতা ইজাবেল, তাঁর এক হাত পার্টনারের দিকে আর দ্বিতীয় পোস্টারে সূরযও হাত এলিয়ে রয়েছেন তাঁর ডান্সিং পার্টনারের দিকে।
এমনই দুই পোস্টার নিজের টুইটার হ্যান্ডেলে শেয়ার করলেন ট্রেড অ্যানালিস্ট তরণ আদর্শ। পোস্টে এও জানালেন আগামী মাসের ১২ তারিখ মুক্তি পাচ্ছে স্ট্যানলি ডি কোস্টা পরিচালিত ছবি ‘টাইম টু ডান্স’।
SOORAJ PANCHOLI – ISABELLE KAIF… #TimeToDance – starring #SoorajPancholi and #IsabelleKaif [sister of #KatrinaKaif, who debuts with this film] – to release on 12 March 2021… Directed by Stanley D’Costa… Produced by Lizelle D’Souza. pic.twitter.com/kFY64VSd21
— taran adarsh (@taran_adarsh) February 22, 2021
যদিও এ ছবিতে বলিউডে পা রাখতে চলেছেন ইজাবেল, তবে তাঁর পাইপলাইনে রয়েছে আরও এক ছবি। পুলকিত সম্রাটের বিপরীতে ‘সুস্বাগতম খুশামদিদ’ ছবিতে অভিনয় করতে চলেছেন ক্যাটরিনার বোন। ছবিতে পুলকিত দিল্লির ছেলে, নাম আমান। আর ইজাবেল আগ্রার মেয়ে ‘নূর’। ‘সুস্বাগতম খুশামদিদ’ সামাজিক সম্প্রীতির অন্তর্নিহিত বার্তা বহন করব তার গল্পে।
SOORAJ PANCHOLI – ISABELLE KAIF… #TimeToDance – starring #SoorajPancholi and #IsabelleKaif [sister of #KatrinaKaif, who debuts with this film] – to release on 12 March 2021… Directed by Stanley D’Costa… Produced by Lizelle D’Souza. pic.twitter.com/kFY64VSd21
— taran adarsh (@taran_adarsh) February 22, 2021
এক সাক্ষাৎকারে ক্যাটরিনাকে জিজ্ঞাসা করা হয়, বোন ইজাবেলের বলিউড ডেবিউ নিয়ে কী পরামর্শ দিয়েছেন?
‘জিরো’ অভিনেত্রী বলেন, “আমি সবসময় আমার বোনকে বলি যে তুমি পরিচালক হও বা অভিনেতা ফিল্ম ইন্ডাস্ট্রিতে তোমার নার্ভ ইস্পাতের মতো শক্ত রাখতে হবে। এটা সহজ নয়। যা তুমি চাও তা-ই করো। কাউকে উদাহরণ হিসেবে বেছে নিও না। কারও দেখানো পথ অনুসরণ করতে হবে না। অন্তর আত্মার কথা শোনার চেষ্টা করো।”