‘জিমটা আমার কাছে ন্যাকামি’, তবে সৌমিতৃষার ফিটনেসের সিক্রেট কী?

Soumitrisha Fitness: যখন খাওয়াটা বড্ড বেশি হয়ে যায়, তখন তালিকা থেকে ওই মিষ্টিটুকুই বাদ দেন তিনি। বাকি সবই চলে তাঁর। আর শরীরচর্চা নিয়ে খুব একটা মাথাব্যথা নেই এখনই। যেটুকু করছেন নিজেই। একমাসের জন্য যদিও ভর্তি হয়েছিলেন জিমে। তবে তা চালিয়ে যাওয়া সম্ভবপর হয়নি।

| Updated on: Jan 19, 2024 | 8:31 PM
সৌমিতৃষা কুণ্ড। সাত বছরের কেরিয়ার হলেও তিনি জনপ্রিয়তা পেয়েছেন মিঠাই ধারাবাহিক থেকে। তাঁর কথায়, এখন তিনি প্রতিটা সাধারণের বাড়ির মেয়ে।

সৌমিতৃষা কুণ্ড। সাত বছরের কেরিয়ার হলেও তিনি জনপ্রিয়তা পেয়েছেন মিঠাই ধারাবাহিক থেকে। তাঁর কথায়, এখন তিনি প্রতিটা সাধারণের বাড়ির মেয়ে।

1 / 8
সম্প্রতি বড়পর্দায় আত্মপ্রকাশ। হাতে এখন একগুচ্ছ কাজের প্রস্তাব। তবে কোনওটাই এখনও ফাইনাল হয়নি। সৌমির কথায়, অনেক জল্পনা শোনা যাচ্ছে ঠিকই, তবে কিছু স্থির হলে আমি নিজেই জানান।

সম্প্রতি বড়পর্দায় আত্মপ্রকাশ। হাতে এখন একগুচ্ছ কাজের প্রস্তাব। তবে কোনওটাই এখনও ফাইনাল হয়নি। সৌমির কথায়, অনেক জল্পনা শোনা যাচ্ছে ঠিকই, তবে কিছু স্থির হলে আমি নিজেই জানান।

2 / 8
সৌমিতৃষা কুণ্ডুকে নিয়ে তাই চর্চা এখন তুঙ্গে। সোশ্যাল মিডিয়ায় বারবরই সক্রিয় তিনি। মাঝে মধ্যেই পোস্ট করে থাকেন নানা ছবি। ভক্তমেন মন জয় করে থাকে নিত্যদিন।

সৌমিতৃষা কুণ্ডুকে নিয়ে তাই চর্চা এখন তুঙ্গে। সোশ্যাল মিডিয়ায় বারবরই সক্রিয় তিনি। মাঝে মধ্যেই পোস্ট করে থাকেন নানা ছবি। ভক্তমেন মন জয় করে থাকে নিত্যদিন।

3 / 8
দিন দিন রূপ যেন তাঁর ফেটে পড়ছে। সেলেব মানেই লাইফস্টাইলে রদ বদল। তবে মিঠাই ভীষণ খেতে পছন্দ করেন। তবে কি খাবারের তালিকা থেকে বাদ পড়ছে পছন্দের মেনু?

দিন দিন রূপ যেন তাঁর ফেটে পড়ছে। সেলেব মানেই লাইফস্টাইলে রদ বদল। তবে মিঠাই ভীষণ খেতে পছন্দ করেন। তবে কি খাবারের তালিকা থেকে বাদ পড়ছে পছন্দের মেনু?

4 / 8
TV9 বাংলার মুখোমুখি হয়ে সৌমিতৃষা জানালেন, তিনি সত্যি খেতে ভীষণ পছন্দ করেন। বিশেষ করে মিষ্ঠি। তবে যখন খাওয়াটা বড্ড বেশি হয়ে যায়, তখন তালিকা থেকে ওই মিষ্টিটুকুই বাদ দেন তিনি। বাকি সবই চলে তাঁর।

TV9 বাংলার মুখোমুখি হয়ে সৌমিতৃষা জানালেন, তিনি সত্যি খেতে ভীষণ পছন্দ করেন। বিশেষ করে মিষ্ঠি। তবে যখন খাওয়াটা বড্ড বেশি হয়ে যায়, তখন তালিকা থেকে ওই মিষ্টিটুকুই বাদ দেন তিনি। বাকি সবই চলে তাঁর।

5 / 8
আর শরীরচর্চা নিয়ে খুব একটা মাথাব্যথা নেই এখনই। যেটুকু করছেন নিজেই। একমাসের জন্য যদিও ভর্তি হয়েছিলেন জিমে। তবে তা চালিয়ে যাওয়া সম্ভবপর হয়নি।

আর শরীরচর্চা নিয়ে খুব একটা মাথাব্যথা নেই এখনই। যেটুকু করছেন নিজেই। একমাসের জন্য যদিও ভর্তি হয়েছিলেন জিমে। তবে তা চালিয়ে যাওয়া সম্ভবপর হয়নি।

6 / 8
সৌমি হাসি মুখেই বললেন, এক মাস গিয়েই বুঝে গিয়েছি জিম-টিম ন্যাকামি। আমার দ্বারা হবে না। তাই আর ও পথে এখনই পা বাড়াচ্ছি না। খাবার বিষয় সচেতনতা বাড়াতে হবে, এটা মাথার রাখার চেষ্টা করি। তবে সবক্ষেত্রে পেরে উঠি না।

সৌমি হাসি মুখেই বললেন, এক মাস গিয়েই বুঝে গিয়েছি জিম-টিম ন্যাকামি। আমার দ্বারা হবে না। তাই আর ও পথে এখনই পা বাড়াচ্ছি না। খাবার বিষয় সচেতনতা বাড়াতে হবে, এটা মাথার রাখার চেষ্টা করি। তবে সবক্ষেত্রে পেরে উঠি না।

7 / 8
অবসরে তিনি বাড়িতেই সময় কাটাতে পছন্দ করেন। মা বাবার সঙ্গে ঘুরতে যাওয়া নয়তো বাড়িতে বসে শপিং করা, এটাই সৌমির অবসর সময়।

অবসরে তিনি বাড়িতেই সময় কাটাতে পছন্দ করেন। মা বাবার সঙ্গে ঘুরতে যাওয়া নয়তো বাড়িতে বসে শপিং করা, এটাই সৌমির অবসর সময়।

8 / 8
Follow Us: