‘জিমটা আমার কাছে ন্যাকামি’, তবে সৌমিতৃষার ফিটনেসের সিক্রেট কী?
Soumitrisha Fitness: যখন খাওয়াটা বড্ড বেশি হয়ে যায়, তখন তালিকা থেকে ওই মিষ্টিটুকুই বাদ দেন তিনি। বাকি সবই চলে তাঁর। আর শরীরচর্চা নিয়ে খুব একটা মাথাব্যথা নেই এখনই। যেটুকু করছেন নিজেই। একমাসের জন্য যদিও ভর্তি হয়েছিলেন জিমে। তবে তা চালিয়ে যাওয়া সম্ভবপর হয়নি।
Most Read Stories