‘… আমার দ্বারা হল না’, আদৃতের বিয়ের মাঝেই অনুভূতি উজাড় সৌমিতৃষার

Apr 27, 2024 | 4:21 PM

Soumitrisha: আগামী ৯ মে সাতপাকে বাঁধা পড়ছেন আদৃত রায় ও কৌশাম্বী চক্রবর্তী। হাওড়া নিবাসী কৌশাম্বীর আজীবনের জন্য হয়ে যাচ্ছেন আদৃতের। প্রায় দুই বছর ধরে প্রেম করছেন তাঁরা। অবশেষে সেই প্রেম আরও একধাপ এগচ্ছে। বিয়েতে লাল রঙের বেনারসী পরবেন কৌশাম্বী। ঠিক হয়ে গিয়েছে বিয়ের মেনুও।

... আমার দ্বারা হল না, আদৃতের বিয়ের মাঝেই অনুভূতি উজাড় সৌমিতৃষার
সৌমিতৃষা

Follow Us

এই মুহূর্তে আলোচনার কেন্দ্রবিন্দুতে সৌমিতৃষা কুন্ডু। আদৃত রায় ও কৌশাম্বী চক্রবর্তীর বিয়ে যত এগচ্ছে ততই তাঁকে ঘিরেও আলোচনা বাড়ছে। শোনা যাচ্ছে, গোটা মিঠাই পরিবারের সঙ্গে নাকি সম্পর্কের অবনতি হয়েছে মিঠাইয়ের। একই সঙ্গে প্রশ্ন উঠেছে, তবে কি আদৃতের বিয়েতে আমন্ত্রিত থাকবে না সৌমিতৃষা? টিভিনাইন বাংলার তরফে একদা প্রিয় বন্ধু আদৃতের সঙ্গে তাঁর বর্তমান রসায়ন নিয়ে জানতে চেয়ে ফোন করা হলেও তাঁকে ফোনে পাওয়া যায়নি। তবে এবার ইনস্টা স্টেটাসে নিজের অনুভূতি উজাড় করলেন সৌমিতৃষা। লিখলেন, “মনের মধ্যে খারাপ চিন্তা রেখে মুখে মিষ্টি কথা– এই সব আর আমার দ্বারা হল না।” এখানেই শেষ নয়, কেমন ছেলে দরকার, তাঁরও ঝলক শেয়ার করেছেন সৌমিতৃষা।

আগামী ৯ মে সাতপাকে বাঁধা পড়ছেন আদৃত রায় ও কৌশাম্বী চক্রবর্তী। হাওড়া নিবাসী কৌশাম্বীর আজীবনের জন্য হয়ে যাচ্ছেন আদৃতের। প্রায় দুই বছর ধরে প্রেম করছেন তাঁরা। অবশেষে সেই প্রেম আরও একধাপ এগচ্ছে। বিয়েতে লাল রঙের বেনারসী পরবেন কৌশাম্বী। ঠিক হয়ে গিয়েছে বিয়ের মেনুও। আদৃত মাছ খেতে পছন্দ করেন না। ওদিকে কৌশাম্বী আবার মাছের ভক্ত। অভিনেত্রী জানিয়েছেন, বিয়েতে ফিশ ফ্রাই আর বিরিয়ানি থাকছেই।

কিছু দিন আগেই মিঠাই পরিবারের তরফে আইবুড়োভাত খাওয়ানো হয়েছিল তাঁদের। সেই অনুষ্ঠানে মিঠাই পরিবারের ছোট থেকে বড় সকলেই হাজির থাকলেও দেখা যায়নি সৌমিতৃষাকে। এর আগে তন্বী লাহা রায়ের সঙ্গে বিতন্ডায় জড়িয়েছিলেন মিঠাই। তিনিও হাজির ছিলেন সেই ঘরোয়া আড্ডায়। বিয়ের দিন সৌমি কী করেন, এখন সেটাই দেখার।

Next Article