বিমান থেকেই আটক চঞ্চল চৌধুরী! গৃহবন্দি? বাংলাদেশ থেকে নায়ক বললেন…
Chanchal Chowdhury: তিনি কি হাসিনার মতো দেশ ছেড়ে পালাচ্ছেন? সম্প্রতি এমনই নাকি প্রশ্নের মুখে পড়তে হয়েছিল ওপার বাংলার জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরীকে। ঢাকা থেকে দুবাই হয়ে নিউ ইয়র্ক যাওয়ার পথে কয়েকজন বিএনপি নেতা এবং সেনা অভিনেতাকে এমনই প্রশ্ন করেন। এই ঘটনা কি সত্যি?
তিনি কি হাসিনার মতো দেশ ছেড়ে পালাচ্ছেন? সম্প্রতি এমনই নাকি প্রশ্নের মুখে পড়তে হয়েছিল ওপার বাংলার জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরীকে। ঢাকা থেকে দুবাই হয়ে নিউ ইয়র্ক যাওয়ার পথে কয়েকজন বিএনপি নেতা এবং সেনা অভিনেতাকে এমনই প্রশ্ন করেন। তারপরেই নাকি বিমান থেকে নামানো হয় অভিনেতাকে।
চঞ্চলকে নাকি গৃহবন্দি করে রাখা হয়েছে। বুধবার সন্ধে থেকে এই একটাই খবরে সরগরম দুই বাংলা। ওপার বাংলার এই উত্তপ্ত পরিস্থিতিতে কী অবস্থায় রয়েছেন চঞ্চল? TV9 বাংলার তরফে যোগাযোগ করা হয়েছিল অভিনেতার সঙ্গে। তিনি স্পষ্ট জানিয়েছে সবটাই মিথ্যা রটানো হচ্ছে। তিনি বলেছেন, “আমি নিরাপদে আছি।” তবে এই উত্তপ্ত পরিস্থিতিতে এখনও পর্যন্ত ওপার বাংলার কোনও নায়ক নায়িকাই কিছু মন্তব্য করেননি।
শেখ হাসিনা ক্ষমতা হারানোর পরেই বাংলাদেশের রাজনীতির পটপরিবর্তন হয়েছে। বিশ্ব শান্তিতে অবদানের জন্য নোবেল পাওয়া ইউনুসের আমলে সংখ্যালঘু নির্যাতনের অভিযোগ উঠছে পদ্মাপাড়ে। সন্ন্যাসী চিন্ময় প্রভুর গ্রেফতারি ও জামিন খারিজ হওয়ার মতো ঘটনায় দুই বাংলার সম্পর্কের অবনতি হয়েছে। যে প্রভাব ফেলেছে সর্বত্র। বিশেষত খেলা এবং বিনোদন জগতে। এই প্রেক্ষিতে শাকিব আল হাসানকেও রেয়াত করা হয়নি। ‘হাসিনা ঘনিষ্ঠ’ শাকিবের বিরুদ্ধে একাধিক মামলা করা হয়েছে। তাই এই অবস্থায় চঞ্চল প্রসঙ্গে এই খবর রটায় অনেকেই বিশ্বাস করতে শুরু করেন।