AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

পুজোর আগেই সুখবর! সিরিয়ালে ফিরছেন স্বস্তিকা দত্ত?

Swastika Dutta: ছোট পর্দার অন্যতম জনপ্রিয় মুখ হলেন অভিনেত্রী স্বস্তিকা দত্ত। তাঁকে শেষ দেখা গিয়েছিল 'তোমার খোলা হাওয়া' সিরিয়ালে। তারপরে নায়িকা অবশ্য বেশ কিছু সিনেমা এবং ওয়েব সিরিজে অভিনয় করেছেন। দুর্গাপুজোর মরশুমে বেশ কিছু বিজ্ঞাপনেও দেখা গিয়েছে তাঁকে। এবার নতুন খবর শোনাতে চলেছেন নায়িকা।

পুজোর আগেই সুখবর! সিরিয়ালে ফিরছেন স্বস্তিকা দত্ত?
| Updated on: Sep 26, 2024 | 1:11 PM
Share

ছোট পর্দার অন্যতম জনপ্রিয় মুখ হলেন অভিনেত্রী স্বস্তিকা দত্ত। তাঁকে শেষ দেখা গিয়েছিল ‘তোমার খোলা হাওয়া’ সিরিয়ালে। তারপরে নায়িকা অবশ্য বেশ কিছু সিনেমা এবং ওয়েব সিরিজে অভিনয় করেছেন। দুর্গাপুজোর মরশুমে বেশ কিছু বিজ্ঞাপনেও দেখা গিয়েছে তাঁকে। এবার নতুন খবর শোনাতে পারেন নায়িকা। হিন্দি ধারাবাহিক করার প্রস্তাব এসেছে স্বস্তিকার কাছে। ১০০ এপিসোডের এই ধারাবাহিকে স্বস্তিকার সঙ্গে থাকতে পারেন ঋত্বিকা সেন আর সোহম মজুমদার।

কলকাতাতেই শুটিং হবে বলে খবর। স্বস্তিকা বাংলা ধারাবাহিক থেকে বিরতি নিয়ে বেশ কয়েকটা ওয়েব সিরিজে কাজ করলেন। তাঁর অনুরাগীরা সোশ্যাল মিডিয়ায় নিয়মিত প্রশ্ন করতেন, কবে তাঁকে ধারাবাহিকে দেখা যাবে। এবার অনুরাগীরা কি সুখবর পাবেন? একেবারে হিন্দি ধারাবাহিকেই দেখা যেতে পারে স্বস্তিকাকে। তবে বিষয়টা নিয়ে এখনও কিছু ঘোষণা করা হয়নি। কারণ বিষয়টা চূড়ান্ত নয়। অভিনেত্রীও এই ব্যাপারে কিছু খোলসা করলেন না। ক্রমশ সব কিছু সামনে আসবে, সেই আশ্বাস অবশ্য দিলেন।

এই মুহূর্তে তাঁর গলায় উচ্ছ্বাস দুর্গাপুজো নিয়ে। স্বস্তিকার কথায়, ‘বহুদিনের ইচ্ছা ছিল নিজের দুর্গাপুজো করব। বাড়িতে যে দুর্গাপুজো করব, সেটা আগে হয়ে ওঠেনি। তাই এবার আমার ট্যালেন্ট ম্যানেজমেন্ট সংস্থার হয়েই পুজোর আয়োজন করছি। সেই পুজোর প্রতিমা আনার দায়িত্ব নিয়েছি আমি। পুজোর দিনগুলো পরিবার, বন্ধুদের সঙ্গে সেখানেই কাটাব, এটা ভেবেই আনন্দ হচ্ছে’। ‘আলাপ’ ছবিতে আবীর চট্টোপাধ্যায় আর মিমি চক্রবর্তীর সঙ্গে কাজ করেছেন স্বস্তিকা। এবার মৈনাক ভৌমিকের ছবিতে কাজ করছেন। মৈনাকের সঙ্গে কাজ করতে পেরেও উচ্ছ্বসিত অভিনেত্রী। এমনকি পরিচালকের অটোগ্রাফ পর্যন্ত নিয়েছেন তিনি। সেই ছবি পোস্ট করেছিলেন নিজের সমাজমাধ্য়মের পাতায়।