Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

টেকেনি কোনও বিয়েই! চর্চিত প্রেমিকের সঙ্গে পার্টি শ্রাবন্তীর, জানেন তাঁর পেশা?

Tollywood Gossip: শুভ্রজিৎ পেশায় পরিচালক। 'অভিযাত্রিক' ছবির মধ্যে দিয়ে ইতিমধ্যেই তাঁর কাছে এসেছে জাতীয় পুরস্কার। তাঁর পরের ছবি 'দেবী চৌধুরাণী'র শুটিং শেষ হয়েছে সদ্য। আর ওই ছবিতেই নাম ভূমিকায় অভিনয় করেছেন শ্রাবন্তী। হাইবাজেট ওই ছবি বাংলা ছবির দুনিয়ায় যে নিঃসন্দেহে আইকনিক হতে চলেছে সে আলোচনা সর্বত্র।

টেকেনি কোনও বিয়েই! চর্চিত প্রেমিকের সঙ্গে পার্টি শ্রাবন্তীর, জানেন তাঁর পেশা?
কী করেন শ্রাবন্তীর 'প্রেমিক'?
Follow Us:
| Updated on: Apr 07, 2024 | 7:00 PM

শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের ব্যক্তিগত জীবন নিয়ে আলোচনার শেষ নেই। নিত্যদিনই তাঁকে নিয়ে রটে নানা রটনা। তিন বার বিয়ে করেছেন, কিন্তু সেই বিয়ে সুখের হয়নি। আপাতত এক মেগা প্রজেক্ট নিয়ে দারুণ ব্যস্ত শ্রাবন্তী। সম্প্রতি সেই প্রজেক্ট উপলক্ষেই এক পার্টিতে হাজির হয়েছিলেন টলিপাড়ার প্রথম সারির এই নায়িকা। আর সেখানেই চর্চিত প্রেমিকের সঙ্গে আবারও এক ফ্রেমে বন্দি হতে দেখা গেল তাঁকে। কে তাঁর এই ‘প্রেমিক’? কী তাঁর পেশা? কীভাবেই বা আলাপ হল তাঁদের?

শুভ্রজিৎ পেশায় পরিচালক। ‘অভিযাত্রিক’ ছবির মধ্যে দিয়ে ইতিমধ্যেই তাঁর কাছে এসেছে জাতীয় পুরস্কার। তাঁর পরের ছবি ‘দেবী চৌধুরাণী’র শুটিং শেষ হয়েছে সদ্য। আর ওই ছবিতেই নাম ভূমিকায় অভিনয় করেছেন শ্রাবন্তী। হাইবাজেট ওই ছবি বাংলা ছবির দুনিয়ায় যে নিঃসন্দেহে আইকনিক হতে চলেছে সে আলোচনা সর্বত্র। টলিপাড়ার গুঞ্জন বলে, ওই ছবির মধ্যে দিয়ে দু’জনের মধ্যে গড়ে উঠেছে সখ্য। যদিও জনসমক্ষে এর আগে শুভ্রজিৎ ‘দাদার মতো’ বলেও উল্লেখ করেছেন শ্রাবন্তী। অন্যদিকে অতীতে টিভিনাইন বাংলাকে শুভ্রজিৎও জানিয়েছিলেন ব্যক্তিগত জীবন নিয়ে চর্চা নয়, বরং ছবি নিয়ে কথা হোক, এমনটাই চান তাঁরা। দিন কয়েক আগে ‘দেবী চৌধুরানী’ ওই র‍্যাপ আপ পার্টিতে একটু দেরি করেই এসেছিলেন শুভ্রজিৎ। আর সেখানেই শ্রাবন্তী ও তাঁর দিদির সঙ্গে ফ্রেমবন্দি হতে দেখা গেল তাঁকে।

বিয়ে নিয়ে বারবারই কটাক্ষের মুখে পড়তে হয়েছে অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়কে। অনেক ছোট বয়সে পরিচালক রাজীব বিশ্বাসকে বিয়ে করেছিলেন তিনি।তখন মাত্র ১৭ বছর বয়স ছিল শ্রাবন্তীর। অভিনেত্রীর পুত্র ঝিনুকের (ভাল নাম অভিমন্যু) জন্ম হয়। প্রথম বিয়ে ভাঙে দাম্পত্যের ১৩ বছর পর। শ্রাবন্তী দ্বিতীয় বিয়ে করেন অবাঙালি মডেল কৃষ্ণ ব্রিজকে। ২০১৬ সালে বিয়ে হয় এবং ২০১৭ সালেই তা ভেঙে যায়। এরপর ফ্লাইটকর্মী পঞ্জাবি ব্য়ক্তি রোশন সিংকে বিয়ে করেন শ্রাবন্তী। সেই বিয়েও ভেঙে যায় একবছরের মাথাতেই। তার মাঝেও দু’-তিনটি সম্পর্কের গুজব রটেছিল। কিন্তু শুভ্রজিতের সঙ্গে তাঁর সম্পর্ক নাকি নিছক রটনা নয়, টলিপাড়ার ফিসফাস এমনটাই।