একসঙ্গে ৫ জনকে লাগে তো আমার? ঠিক ঠিক…: চাঁচাছোলা শ্রীলেখা

May 25, 2024 | 3:10 PM

Sreelekha Mitra:শ্রীলেখার বয়স বেড়েছে। ৫০ বছর বয়স হয়ে গিয়েছে তাঁর। এই কথা তিনি কোনওকালেই লুকোননি। তাঁর ৫০ বছর বয়সের জন্মদিন পালন করেছিলেন অভিনেত্রী। বন্ধু-বান্ধবেরা এসেছিল কেক কাটতে। সঙ্গে নিয়ে এসেছিল মদ্যপানের সামগ্রীও।

একসঙ্গে ৫ জনকে লাগে তো আমার? ঠিক ঠিক...: চাঁচাছোলা শ্রীলেখা
শ্রীলেখা মিত্র

Follow Us

শ্রীলেখা মিত্রই মানেই খানিক ছকভাঙা। তথাকথিত নিয়মে বাঁধা তিনি থাকেন না। তাঁকে নিয়ে বিতর্কের শেষ নেই। এপার ওপার দুই বাংলাতেই তাঁর উক্তি বিকৃত করে এক খবর নিশ্চয়ই আপনার চোখে পড়েছে। তিনি নাকি বলেছিলেন, “একসঙ্গে পাঁচজন দরকার তাঁর”। এ হেন মন্তব্য তাঁর মুখে বসিয়ে অতীতে নানা ভাবে প্রচার চলেছে। এবার সেই সব কটাক্ষেরই পাল্টা জবাব দিলেন শ্রীলেখা। কটাক্ষকারীদের উদ্দেশে দিলেন এক বিশেষ বার্তা।

একটি ভিডিয়ো শেয়ার করে শ্রীলেখার মন্তব্য, “শ্রীলেখার একসঙ্গে পাঁচজন লাগে। এটা প্রচার করে ব্যবসা করে তো অনেকেই। ঠিক ঠিক ঠিক। পঞ্চমজন আমার বিগেল। সে একটু আলাদা শুয়েছে। কী বুঝছ”। হ্যাঁ, ঠিকই ধরেছেন। মাইয়ার মা হওয়ার পাশাপাশি শ্রীলেখা চারপেয়েদেরও মা। বাড়িতেই বিড়াল কুকুরের সমাহার। নয় নয় করে প্রায় পাঁচ জন। তাদের সঙ্গেই তাঁর নিত্য ওঠাবসা। তাই অভিনেত্রীর যুক্তি, “পাঁচজনের সঙ্গে যে থাকেন এ তথ্য ভুল কোথায়?”

শ্রীলেখার বয়স বেড়েছে। ৫০ বছর বয়স হয়ে গিয়েছে তাঁর। এই কথা তিনি কোনওকালেই লুকোননি। তাঁর ৫০ বছর বয়সের জন্মদিন পালন করেছিলেন অভিনেত্রী। বন্ধু-বান্ধবেরা এসেছিল কেক কাটতে। সঙ্গে নিয়ে এসেছিল মদ্যপানের সামগ্রীও। শ্রীলেখার সেই ভিডিয়ো ভাইরাল হয়েছিল নেটপাড়ায়। নিজের শর্তে বাঁচেন তিনি। জীবন উপভোগ করেন পুরোদমে।

Next Article