শ্রীময়ী চট্টোরাজ ও কাঞ্চন মল্লিক। বেশ কিছুদিন ধরেই চর্চার কেন্দ্রে জায়গা করে নিয়েছেন তাঁরা। কারণ একটাই তাঁদের মধ্যে থাকা চর্চিত সম্পর্ক বর্তমানে বিয়েতে পরিণত হয়েছে। একটা সময় তাঁদের কাছাকাছি দেখে অনেকেই অনুমাণ করেছিলেন যে তাঁরা প্রেম করছেন, যদিও বাস্তবে ছবিটা তেমন ছিল না বলেই বার বার দাবি করেছেন কাঞ্চন কিংবা শ্রীময়ী। যদিও সত্যি খুব বেশিদিন চাপা থাকেনি। একটা সময়ের পর তাঁরা তাঁদের সম্পর্ককে তাঁরা আইনি স্বীকৃতি দিলেন। ১৪ ফেব্রুয়ারি তাঁরা বিবাহ বন্ধনে আবদ্ধ হন। তারপর থেকেই একের পর এক ছবি সামনে আসতে দেখা যায়। বিয়ে থেকে বউভাত, জমকালো অনুষ্ঠানে বারবার ভাইরাল হয়েছেন তাঁরা, জায়গা করে নিয়েছেন চর্চার কেন্দের। বর্তমানে করছেন চুটিয়ে সংসার। সোশ্যাল মিডিয়ায় সক্রিয় জুটি মাঝে মধ্যেই পোস্ট করে থাকেন নেটদুনিয়ায়।
কখনও অবসরে গল্প করা, লাইভে এসে নিজেদের মনের কথা শেয়ার করা, সবটাই করে থাকেন তাঁরা। এবার সামনে এল এক সিক্রেট। শ্রীময়ী ও কাঞ্চনের কীেসর নেশা জানেন? উত্তর হল চা। চায়ের গ্লাস হাতে নিয়ে ছবি তুলে পোজ় দিলেন নবদম্পতী। ক্যাপশনে লিখলেন, ‘আমাদের একমাত্র নেশা’। শ্রীময়ী ও কাঞ্চনের বিয়ে নিয়ে নানা জনের নানা মত, কিছুটা গ্রহণ কিছুটা বর্জন করে দিব্যি আছেন তাঁরা। কখনও কাঞ্চন খাওয়াচ্ছেন ঘোল, কখনও আবার শ্রীময়ী রান্না করে খাওয়াচ্ছেন কাঞ্চনকে। মোটের ওপর ভালই আছেন তাঁরা। যদিও ট্রোলের শিকার কম হতে হয় না তাঁদের। তবে সেই প্রসঙ্গেও একাধিকবার মুখ খুলেছেন শ্রীময়ী। তাঁদের বয়সের ফারাক, কখনও আবার চর্চায় কাঞ্চনের তৃতীয় বিয়ে প্রসঙ্গ, সবটা নিয়েই এগিয়ে গিয়েছেন তাঁরা। বর্তমানে সেসব অতীত। এখন সংসার নিয়ে বেজায় ব্যস্ত তাঁরা।