১৯-এ রোজভ্যালি, ২৪-এ রেশন! ঋতুপর্ণার নাম জড়াতেই খোঁচা শ্রীলেখার

May 30, 2024 | 9:52 PM

Rituparna Sengupta: রেশন দুর্নীতি মামলার তদন্তে নেমে আগেই গ্রেফতার হয়েছিলেন রাজ্য়ের প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। এছাড়াও গোয়েন্দারা গ্রেফতার করেছিলেন চালকল মালিক বাকিবুর রহমানকে। সেই মামলার নিষ্পত্তি এখনও পর্যন্ত হয়নি। তদন্ত চলছে।

১৯-এ রোজভ্যালি, ২৪-এ রেশন! ঋতুপর্ণার নাম জড়াতেই খোঁচা শ্রীলেখার

Follow Us

 

রেশন দুর্নীতি মামলায় বৃহস্পতিবার ইডি-র তলব পেয়েছেন, সূত্র মারফৎ জানা যাচ্ছে এমনটাই। ঋতুপর্ণা অবশ্য সুদূর ইউএসএ থেকে দাবি করেছেন, তাঁর কাছে এখনও কোনও চিঠি আসেনি। ২০১৯-এ রোজভ্যালি কাণ্ডে নাম জড়ানো থেকে ২০২৪-এ রেশন দুর্নীতি মামলায় নাম জড়ানো– প্রথম সারির অভিনেত্রীকে জড়িয়ে কথা উঠতেই খোঁচা শ্রীলেখা মিত্রের। এক পোস্ট শেয়ার করেছেন তিনি। যেই পোস্টে লেখা– “রোজভ্যালি, রেশন–অনেক দুর্নীতিতেই নাম জড়াচ্ছে ঋতুপর্ণঅ্যার। কিন্তু টলিউড ইন্ডাস্ট্রি থাকবে নীরব! এই মেরুদন্ডহীনতায় নিয়ে এরাই আবার মাঝে মধ্যেই জ্ঞানের যত দার্শনিক উক্তি করে!” এই পোস্ট শেয়ার করেই শ্রীলেখা লিখেছেন, “ফিল্ম ইন্ডাস্ট্রি কিন্তু চুপ”।

এ নিয়ে শ্রীলেখার বিস্তারিত বক্তব্য জানতে যোগাযোগ করে টিভিনাইন বাংলাও। অভিনেত্রীর বক্তব্য, “আমাকেই কেন বলতে হবে বারবার? কেন আর কেউ কিছু বলে না? কই আমাকে তো ইডি ডেকে পাঠায় না। বড় অভিনেত্রী, তাই একবার নয় দুইবার ডাক পড়ে।”

উল্লেখ্য, রেশন দুর্নীতি মামলার তদন্তে নেমে আগেই গ্রেফতার হয়েছিলেন রাজ্য়ের প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। এছাড়াও গোয়েন্দারা গ্রেফতার করেছিলেন চালকল মালিক বাকিবুর রহমানকে। সেই মামলার নিষ্পত্তি এখনও পর্যন্ত হয়নি। তদন্ত চলছে। প্রসঙ্গত, টলিউডের একাধিক অভিনেতা-অভিনেত্রীকে তলব করেছে কেন্দ্রীয় তদন্তকারী এজেন্সি। দেব, নুসরত, বনি সেনগুপ্তরা হাজিরা দিয়েছেন কেন্দ্রীয় গোয়েন্দা এজেন্সির কাছে।

Next Article